সূর্যকুমারকে নিয়ে খারাপ খবর, টেস্ট সিরিজে অনিশ্চিত

চোট পেয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের (টিএনসিএ একাদশ) বিরুদ্ধে বুচি বাবু টুর্নামেন্টের ম্যাচে মুম্বইয়ের হয়ে ফিল্ডিং করার…

Suryakumar Yadav

চোট পেয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের (টিএনসিএ একাদশ) বিরুদ্ধে বুচি বাবু টুর্নামেন্টের ম্যাচে মুম্বইয়ের হয়ে ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছেন সূর্যকুমার।

মোহনবাগানে থাকার জন্য শিল্টনকে বুঝিয়েছিলেন চিমা

   

সূর্যকুমার যাদবের চোট কতটা গুরুতর সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দলীপ ট্রফির আগে এই চোট সূর্যকুমারের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। চোট গুরুতর হলে টেস্ট দলে ফেরার আশা ধাক্কা খেতে পারে। গত বছর ফেব্রুয়ারিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলেছিলেন সূর্যকুমার।

সূর্যকুমার বলেছিলেন, “এই মুহূর্তে বুচি বাবু টুর্নামেন্ট খেলা, তারপর দলীপ ট্রফি… দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, আমি সত্যিই রোমাঞ্চিত। ভারতের চলতি মরশুমে ১০টি টেস্ট ম্যাচ আসছে। লাল বলে খেলার ব্যাপারে খুব উত্তেজিত।’

প্যারালিম্পিক শুটিংয়ে জোড়া পদক ভারতের, সোনা অবনীর, ব্রোঞ্জ মোনার

তাৎপর্যপূর্ণভাবে, টিএনসিএ একাদশের ৩৭৯ রানের জবাবে মুম্বইয়ের দল ১৫৬ রানে অলআউট হয়ে যায়। যার পর দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান তুলে মুম্বইয়ের সামনে জয়ের জন্য ৫১০ রানের বিশাল টার্গেট বেঁধে দেয় তামিলনাড়ু। সূর্যকুমার দলীপ ট্রফিতে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন টিম ‘সি’-এর অংশ। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ভারতের অভিযান।