আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আইএসএল অভিযান শুরু করবে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। নিজেদের ঘরের মাঠে তাঁদের খেলতে হবে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে। ডুরান্ডের হতাশা ভুলে এবার এই টুর্নামেন্টে সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য। সেইমতো গত কয়েকদিন ধরেই দলের অধিকাংশ ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোচ মিকেল স্ট্যাহরে। তবে দলের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করা নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন।
অবশেষে গত শুক্রবার নয়া বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেই অনুযায়ী আগামী দুইটি ফুটবল মরসুমের জন্য দলের সঙ্গে যুক্ত হয়েছেন জেসুস জিমেনেজ (Jesús Jiménez)। আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters) সাথে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত। সমর্থকদের আবেগ এবং ক্লাবের দৃষ্টিভঙ্গি আমার উচ্চাকাঙ্ক্ষার সাথে পুরোপুরি মিলে যায়। আমি দলের সাফল্যে অবদান রাখতে এবং খেতাব জয় করতে চাই।’
পাশাপাশি তাঁর যোগদানের প্রসঙ্গে ক্লাবের ডিরেক্টর করোলিস স্কিনকিস বলেন, ‘জেসুস (Jesús Jiménez) আমাদের স্কোয়াডে একটি দুর্দান্ত সংযোজন। বিভিন্ন লিগে তার অভিজ্ঞতা, তাঁর গোল-স্কোরিং দক্ষতার সাথে, আমাদের পরিকল্পনা গুলি দলকে যথেষ্ট শক্তিশালী করবে। আমরা নিশ্চিত যে জেসুস (Jesús Jiménez) আমাদের দলের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’
গত মরসুমে গ্ৰীসের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব ওএফআই ক্রিট এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই স্প্যানিশ তারকা। মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে বিবেচিত হলেও দলের প্রয়োজনে লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ও খেলতে পারেন এই তারকা।