Kabir Suman : ‘খিস্তি করে’ ক্ষমা চাইলেন সুমন

ক্ষমা চেয়ে নিলেন কবীর সুমন (Kabir Suman)। গালমন্দ করে কাজের কাজ কিছুই হয়নি বুঝতে পেরেছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষমা চেয়েছেন সুমন। Advertisements…

Kabir Suman : 'খিস্তি করে' ক্ষমা চাইলেন সুমন

ক্ষমা চেয়ে নিলেন কবীর সুমন (Kabir Suman)। গালমন্দ করে কাজের কাজ কিছুই হয়নি বুঝতে পেরেছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষমা চেয়েছেন সুমন।

Advertisements

সামাজিক মাধ্যমে সম্প্রতি জনপ্রিয়তা লাভ করা অডিওটির এ টু জেড লেখা সংবাদমাধ্যমে সম্ভব নয়। কী করে এভাবে বললেন কবীর সুমন! পক্ষে-বিপক্ষে উঠে আসছিল বহু মতামত। তবে বিপক্ষের দিকেই পাল্লা ছিল ভারী। রাজনৈতিক থেকে বুদ্ধিজীবী মহল, একযোগে কবীর সুমনের এই কাণ্ডের বিরুদ্ধে মত দিয়েছিলেন অনেকে।

   

শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে ভুল স্বীকার করলেন তিনি। লিখেছেন, “ভেবে দেখলাম, সেদিন টেলিফোনে যে সহনাগরিককে গাল গিয়েছিলাম সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ… তাই আমি সেই সহনাগরিকের কাছে, বিজেপি, আরএসএস এর কাছে এবং বাঙালিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

Advertisements

“…চেষ্টা করব সব ব্যাপারে একদম চুপ থাকতে। আর কোন কোন ব্যাপারে কে কে আমার কাছে ক্ষমাপ্রার্থনা দাবি করছেন বা করবেন বলে ভাবছেন দয়া করে একটি তালিকা বানিয়ে ডাকযোগ পাঠান। আমি নতমস্তকে সম্মতিসূচক সই করে দেব…
আপনাদের যদি ভাবতে ভাল লাগে যে আমি খুব ভয় পেয়ে এটা লিখছি, তো তাইই ভাবুন। যেটা ভাবলে আপনাদের মন ভাল হয়ে ওঠে সেটাই ভাবুন।”