গতবারের মতো এবারও ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গ্ৰুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল। এখনও অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান। আর মাত্র একটা ম্যাচ। সেই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারলেই, আনব্রিটেন থেকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হবে সবুজ-মেরুন। সেটাই এখন অন্যতম লক্ষ্য বাগান কোচ জোসে মোলিনার (José Francisco Molina)।
তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই আন্দাজ করতে পারছেন বাগান হেডস্যার। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল হোক কিংবা সেমিফাইনাল। বারংবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল বাগান ডিফেন্ডারদের। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে বিশাল কাইথের দক্ষ হাতে এসেছিল জয়। তবে ঘরের মাঠে ট্রফি জয়ের এই ম্যাচ আয়োজিত হলেও প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী মোলিনা।
এই প্রসঙ্গে শুক্রবার সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলার কোনও সুবিধাই আমাদের কাজে আসবে না। ম্যাচটা হবে এগারো জন বনাম এগারো জনের। তাছাড়া নর্থইস্ট যথেষ্ট কঠিন দল। সাফল্য ধরে রাখতে হলে আমাদের দলের সকলকে যথেষ্ট লড়াই করাই করতে হবে।’
সেইসাথে গত বেঙ্গালুরু ম্যাচে দুই গোলে পিছিয়ে থাকার কথাও বলেন জোসে মোলিনা। পরবর্তীতে দিমিত্রি পেত্রাতোস এবং অনিরুদ্ধ থাপার গোলে সমতা ফিরলেও নির্ধারিত সময় শেষে দলের রক্ষণভাগের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে কিছুটা হলেও হতাশ ছিলেন তিনি। কিন্তু তবুও গত দুই ম্যাচের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই দলের জয় নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য বাগান কোচের।