বৃষ্টিতে ভিজে অনুশীলন, মেজাজে কিয়ান অ্যান্ড কোং

ফুটবল কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করেছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে এবার যোগ দিয়েছেন চেন্নাইয়িন এফসিতে (Chennaiyin FC)। ইন্ডিয়ান সুপার লিগের এই…

ফুটবল কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করেছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে এবার যোগ দিয়েছেন চেন্নাইয়িন এফসিতে (Chennaiyin FC)। ইন্ডিয়ান সুপার লিগের এই দলের হয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বৃষ্টি ভেজা মাঠেই করলেন অনুশীলন।

Advertisements

কলকাতা ফুটবল লীগে মোহনবাগানের বাতিল ম্যাচের নতুন তারিখ

   

সোশ্যাল মিডিয়ায় বরারবই সক্রিয় উঠতি ফুটবলার কিয়ান নাসিরি। নতুন দলে যোগ দেওয়ার পরেও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে বেশ কিছু পোস্ট করেছেন। সম্প্রতি নতুন বাইক কিনেছেন কিয়ান। Kawasaki Z900-এর ভিডিও পোস্ট করে কিয়ান লিখেছিলেন, ‘কল মি নিনজা’। মাঝারি ওজনের ‘স্ট্রিটফাইটার’ এই বাইকটি তরুণ প্রজন্মের মধ্যে বেশ আলোচিত। কিন্তু বলা বাহুল্য এই বাইক কেনার মতো সাধ্য সবার নেই। সব মিলিয়ে কিয়ান নাসিরি এখন রয়েছেন ফুরফুরে মেজাজে। নতুন দল, নতুন বাইক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kiyan Nassiri (@kiyannassiri)

গত মরশুমের তুলনায় এবার চেন্নাইয়িন এফসির স্কোয়াডে বেশ কিছু বদল এসেছে। আক্রমণভাগ আরও মজবুত করেছে ম্যানেজমেন্ট। নতুন ফুটবলারদের মধ্যে মেলবন্ধন তৈরি করাই এখন লক্ষ্য চেন্নাইয়িন এফসির হেড কোচ ওয়েন কয়েলের। কিয়ান নাসিরি স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। কিয়ান ছাড়াও নজর থাকবে ক্লাবের বিদেশি ফরোয়ার্ড জর্ডন উইলমার গিলের দিকে। গত মরশুমে পঞ্জাব এফসির হয়ে নজর কেড়েছিলেন জর্ডন গিল।

কিয়ান নাসিরির নাম উঠে গিয়েছে ইতিহাসের পাতায়। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে হিরো হয়ে উঠেছিলেন রাতারাতি। ২৯ জানুয়ারি, ২০২২। পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তরুণ খেলোয়াড় কিয়ান নাসিরি। পরিচয়ে তিনি লাল-হলুদের প্রাক্তন তারকা জামিদ নাসিরির ছেলে। বাবার প্রাক্তন দলের বিরুদ্ধে হ্যাটট্রিক গোল করে নজির গড়েছিলেন।

Advertisements

CFL 2024: ১০ ম্যাচ খেলে নজর কাড়লেন হাবড়ার সুমন

ক্রমে সবুজ মেরুনের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দোর পছন্দের ছাত্র হয়ে উঠেছিলেন কিয়ান নাসিরি। সাক্ষাৎকারে হুয়ান স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, কিয়ানের মধ্যে তিনি দেখেছেন আগামী দিনের তারকা হওয়ার মতো রসদ। বিভিন্ন পজিশনে খেলিয়ে কিয়ান নাসিরিকে তৈরি করে নিতে চেয়েছিলেন হুয়ান। ফেরান্দোর আমালে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছিলেন।