CFL 2024: সুরুচির সঙ্গে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করল মহামেডান

অবশেষে শেষ হল নিউ আলিপুর সুরুচি সংঘ (New Alipore Suruchi Sangha) বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ২২ আগস্ট…

অবশেষে শেষ হল নিউ আলিপুর সুরুচি সংঘ (New Alipore Suruchi Sangha) বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ২২ আগস্ট কলকাতা ফুটবল লিগের (CFL 2024) গ্ৰুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল সুরুচি দল। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু করতে গিয়েই দেখা দেয় বিপত্তি। প্রবল বৃষ্টিতে কার্যত ভেস্তে যায় খেলা। ম্যাচ রেফারির তরফে অতিরিক্ত সময় অপেক্ষা করে ও বদলায়নি পরিস্থিতি।

যারফলে অন্যদিন দেখে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত জানানো হয় তাঁদের তরফে‌। সেই অনুযায়ী এই সপ্তাহের বৃহস্পতিবার ফের মুখোমুখি হয় দুই দল। নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। যেখানে প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। সময় এগোনোর সাথে সাথেই ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেন ইসরাফিল দেওয়ানরা। তারপর ম্যাচের ৬৮ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল।

   

যারফলে ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ২-২ গোল‌। পরবর্তীতে উভয় দলের তরফে একাধিকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধে দুরন্ত পারফরম্যান্স ছিল সুরুচি দলের ফুটবলারদের। শেখ সুফিয়ান ও জে সিংয়ের গোলে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছিল দলের ফুটবলারদের। তবে প্রথমার্ধের শেষ লগ্নে বামিয়া সামাদের গোলে আশার আলো দেখতে শুরু করেছিল সকলে।

কিন্তু শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফল বজায় রেখেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই ড্রয়ের দরুন কলকাতা লিগের সুপার সিক্সে যাওয়া কার্যত অনিশ্চিত হয়ে গেল গতবারের খেতাব জয়ীদের। বর্তমানে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিএফএলের গ্ৰুপ পর্বের চতুর্থ স্থানে থাকল মহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখে আসন্ন সুপার সিক্সের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল সুরুচি সংঘ।