আজকালকার ‘রাইডিং পিপাসু’ মানুষের মধ্যে স্কুটারেও বেশি শক্তির খোঁজ করার প্রবণতা বাড়ছে। যে কারণে কোম্পানিগুলি ১২৫ সিসি ইঞ্জিন সহ স্কুটি বাজারে এনেছে। উক্ত সেগমেন্টে একটি অন্যতম মডেল হচ্ছে হিরো ডেস্টিনি ১২৫ (Hero Destini 125)। স্কুটারটির বিক্রিতে নতুনভাবে জোয়ার আনতে এবারে এর নয়া সংস্করণ আনছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)। ক্রেতা টানতে মডেলটির ডিজাইনে তাৎপর্যপূর্ণ আপডেট দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সংস্থার টিজারে সেগুলি পরিস্ফুট। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
রাইডিংয়ে নিরাপত্তা দিতে এবারে হিরো ডেস্টিনি ১২৫ ডিস্ক ব্রেক সহ আসছে। তবে পেছনে ড্রাম ব্রেকই উপলব্ধ থাকছে। এবারে এতে কম্বি বেকিং সিস্টেম এবং অ্যালয় হুইল অফার করা হতে পারে। তাই এতে টিউবলেস টায়ারের দেখা মিলতে পারে। Honda Activa-র থেকে অনুপ্রাণিত হয়ে পেছনে নতুন টেল ল্যাম্পে এলইডি ইউনিট দেওয়া হতে পারে।
লাগবে না পেট্রোল বা ব্যাটারি, সামনের মাসে পরিবেশবান্ধব বাইক এনে মাতাবে Bajaj
দুঃখের বিষয়, সামনের অ্যাপ্রনে টার্ন ইন্ডিকেটরে হ্যালোজেন লাইটই থাকছে। তবে হেড ল্যাম্পে থাকবে এলইডি ইউনিট। এছাড়া পেছনের যাত্রীর আরামের জন্য রিয়ার ব্যাকরেস্ট থাকতে পারে। মেরুন কালারে সিটের সঙ্গে কপার এলিমেন্টের দেখা মিলতে পারে। আবার নয়া কালার স্কিম দেওয়া হতে পারে।
তবে এবারে হিরো ডেস্টিনি ১২৫-এ খুব বেশি ক্রোমের স্পর্শ দেওয়া হবে না অনুমান। বহু নতুন ফিচার্স সহ আসতে পারে স্কুটারটি। অনুমান করা হচ্ছে, আগের ইঞ্জিনেই ভর করে আসবে। এর ১২৫ সিসিস, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন থেকে ৭,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক পাওয়া যায়। মোটরের সঙ্গে সংযুক্ত সিভিটি। যাই হোক, স্কুটারটির লঞ্চের সময়কাল সম্পর্কে এখনও কিছু জানায়নি কোম্পানি।