আগামী সোমবার পর্যন্ত বন্ধ পাসপোর্ট সেবা পোর্টাল!

বৃহস্পতিবার (২৯ অগস্ট, ২০২৪) থেকে পাঁচদিন অনলাইনে পাসপোর্টের জন্য কোনও রকম আবেদন করতে পারবেন না গ্রাহকরা। এ দিন রাত ৮টা থেকে আগামী সোমবার (২ সেপ্টেম্বর)…

Online Passport Portal Shut For 5 Days from today

বৃহস্পতিবার (২৯ অগস্ট, ২০২৪) থেকে পাঁচদিন অনলাইনে পাসপোর্টের জন্য কোনও রকম আবেদন করতে পারবেন না গ্রাহকরা। এ দিন রাত ৮টা থেকে আগামী সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এমনই জানিয়েছে বিদেশ মন্ত্রক। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে পোর্টালটি। রক্ষণাবেক্ষণের কাজ সম্পূর্ণ হলে ফের পোর্টালটি চালু হবে পোর্টাল, মিলবে পরিষেবাও।

ভারতে ছাত্র আত্মহত্যার ‘মহামারী’ ছাপিয়েছে জনসংখ্যা বৃদ্ধিকে, NCRB রিপোর্টে চাঞ্চল্য

   

পাসপোর্ট সেবা পোর্টাল বন্ধ থাকায় আপাতত নতুন পাসপোর্টের আবেদন পাশাপাশি পাসপোর্ট পুনর্নবীকরণের কাজ করা যাবে না। এর জন্য সমস্যার মুখে পড়বেন বহু মানুষ। তবে, নির্ধারিত সূচি অনুযায়ী পরে তা করা হবে। বিদেশ মন্ত্রক বলেছে এটি একটি রুটিন প্রক্রিয়া। রক্ষণাবেক্ষণ যে কোনও অ্যাপের জন্যই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপডেটেড অ্যাপ প্রযুক্তিগত ভাবেও সুবিধা দেবে গ্রাহকদেরই।

আমেঠিতে গোহারা হেরেও তৃপ্ত স্মৃতি ইরানি! ব্যাখ্যা করলেন ‘প্রকৃত জয়’ রহস্যের

আগামী পাঁচডিন কেবল সাধারণ মানুষই নয়, পোর্টালের পরিষেবা থাকবে না বিদেশ মন্ত্রক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ব্যুরো, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, ডাক বিভাগ এবং পুলিশেও। ফলে সব ক্ষেত্রেই থমকে যাবে এই সংক্রান্ত কাজ। তবে সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে ৩০ আগস্টের আগেই যে আবেদন জমা পড়েছিল, সেগুলির জন্য শীঘ্রই নতুন সময়সূচি জানাবে বিদেশ মন্ত্রক