বিগত কয়েক সপ্তাহে কলকাতা ফুটবল লিগের (CFL) ম্যাচ আয়োজন ঘিরে একাধিক সমস্যার সম্মুখীন হয় বঙ্গীয় ফুটবল ফেডারেশন। রাজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি ব্যাপক বর্ষন এক্ষেত্রে প্রধান বাঁধা হয়ে দাঁড়ায় তাঁদের কাছে। এক্ষেত্রে রেহাই পায়নি কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং। যারফলে একাধিকবার বিবৃতি জারি করে ম্যাচের দিনক্ষণ বদলের কথা উল্লেখ করে আইএফএ।
তবে গত কয়েকদিন আগে পূর্ব নির্ধারিত সূচি মেনেই সুরুচি সংঘের বিপক্ষে খেলতে নেমেছিল মহামেডান দল। যেখানে প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল সুরুচি ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু করতে গিয়েই দেখা দেয় বিপত্তি। প্রবল বৃষ্টিতে কার্যত ভেস্তে যায় খেলা। ম্যাচ রেফারির তরফে অতিরিক্ত সময় অপেক্ষা করে ও বদলায়নি পরিস্থিতি। যারফলে অন্যদিন দেখে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত জানানো হয় তাঁদের তরফে।
কিন্তু কবে ও কখন আয়োজিত হবে এই ম্যাচ? সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে এবার উঠে আসলো এক নয়া তথ্য। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তিনটে থেকে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচ। যারফলে আবারও নিজেদেরকে মেলে ধরার সুযোগ থাকছে ব্ল্যাক প্যান্থার্সদের কাছে।