ফেলিপ পাসাডোরকে নিতে আগ্ৰহী দক্ষিণের এই ফুটবল ক্লাব

গতবারের হতাশা ভুলে নতুন মরসুমে সাফল্য পেতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেজন্য দলের নতুন কোচ মিকেল স্ট্যাহরের নির্দেশ মতোদল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট।…

গতবারের হতাশা ভুলে নতুন মরসুমে সাফল্য পেতে মরিয়া কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সেজন্য দলের নতুন কোচ মিকেল স্ট্যাহরের নির্দেশ মতোদল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে ও দেখা গিয়েছিল চমক। পরবর্তীতে দলের অধিকাংশ ফুটবলারদের নিয়েই থাইল্যান্ডে প্রাক মরসুম প্রস্তুতি সারে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তারপর দেশে ফিরে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে অংশ গ্ৰহন করে কেরালা।

সেখানে প্রথম থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছিল নোয়া সাদাউ থেকে শুরু করে কোয়ামি পেপরার মতো ফুটবলাররা। কিন্তু সেমিফাইনাল ম্যাচে আটকে যেতে হয় বেঙ্গালুরু এফসির কাছে। শুরু থেকে অনবদ্য লড়াই করলেও শেষ মুহূর্তে পেরেইরা দিয়াজের গোলে বদলে যায় সমস্ত পরিসংখ্যান। যা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ কেরালার।

   

মাত্র কয়েকটা সপ্তাহ। তারপরেই শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। সেই কথা মাথায় রেখেই অনুশীলন চালাচ্ছে প্রত্যেকটি ফুটবল দল। তবে এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের তরফে চূড়ান্ত হয়নি ষষ্ঠ বিদেশির নাম। একটা সময় স্টেভান জোভেটিকের পাশাপাশি স্টেফান সেপোভিচের নাম উঠে আসতে শুরু করলেও পরবর্তীতে তা বেশিদূর এগোয়নি।

এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে ফেলিপ পাসাডোর নাম। গত মরসুমে বলিভিয়ার ফুটবল ক্লাব সান আন্তোনিও বুলো বুলোর সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে মেয়াদ শেষ গিয়েছে এই তারকার। সেই সমস্ত দিক বিচার বিবেচনা করেই এবার তাঁকে নিতে আগ্ৰহ প্রকাশ করেছে আইএসএলের এই ক্লাব।