নবান্ন অভিযানে পুলিশকে চুড়ি দেখাননি, তাহলে হাত দেখিয়ে কীসের বার্তা? স্পষ্ট করলেন বলরাম

ছাত্র সমাজের নবান্ন অভিযানে একাধিক নজরকারা ছবির মধ্যে অন্যতম বলরাম বসুর জলকামানের সামনে দাঁড়িয়ে থাকা। দেখা যায়, জল কামানের বেগে যখন যুবকরা ছত্রভঙ্গ তখন এর…

balaram bose said he did not show bangles to police in nabanna abhijan , নবান্ন অভিযানে পুলিশকে চুরি দেখাননি, তাহলে হাত দেখিয়ে কীসের বার্তা? স্পষ্ট করলেন বলরাম

ছাত্র সমাজের নবান্ন অভিযানে একাধিক নজরকারা ছবির মধ্যে অন্যতম বলরাম বসুর জলকামানের সামনে দাঁড়িয়ে থাকা। দেখা যায়, জল কামানের বেগে যখন যুবকরা ছত্রভঙ্গ তখন এর গেরুয়া বসনধারী বৃদ্ধ জাতীয় পতাকা হাতে অকুতভয় হয়ে দাঁড়িয়ে ছিলেন। পুলিশের জলকামানের তেজ যত বেড়েছে ততই ওই বৃদ্ধের প্রতাপ দেখা যায়। দেখা গিয়েছিল, জলের তোড়ের মধ্যেই কিছুটা ব্যারিকেডের দিকে এগিয়ে গেলেন তিনি, পুলিশকে দেখালেন চুড়ি! যা নিয়ে জোর চর্চা। গতকালের বিক্ষোভকারীদের একাংশ এই বৃদ্ধকে আন্দোলনের নির্ভিক মুখ বলে দেগে দিচ্ছেন। অন্য অংশ, ছাত্রদের আন্দোলনে বৃদ্ধের ভিড়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই আবার তাঁর চুরি দেখানোকে মেয়েদের অপমান বলে তোপ দেগেছেন।

বুধবার সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে মুখ খুলেছেন ওই বৃদ্ধ বলরাম বসু।

   

ছাত্র সমাজের আন্দোলনে কেন বৃদ্ধ বলরাম?
বলরাম বসুর দাবি, ‘ছাত্র সমাজের সেই আন্দোলনে বলা হয়েছিল প্রতি বাড়ি থেকে একজন যেতে পারেন। আমার ঘরে মেয়েরা আছে। দিদি আছেন। তাদের সুরক্ষাটা আমাদের দেখতে হবে। যে জায়গায় নারীদের সম্মান থাকে না সেখানে দেবতা অবস্থান করেন না। এই সমাজ ঠিকঠাক থাকে, নারীদের সম্মান মেলে, সব ঠিকঠাক করে পড়াশোনা করুক এটা আমরা চাই।’

জলকামান সামনে হাত তুলে কী দেখাতে চাইছিলেন?
বৃদ্ধ বলরামের কথায, ‘অরবিন্দ ঘোষ বলে এক মহান বিপ্লবী ছিলেন তিনি বলেছিলেন যদি কোনও কাজ করতে হয় সেটা, না হলে মারা যাও। এই আন্দোলনের মাধ্যমে একটা বার্তা দিতে হত, আমার মন্ত্র ছিল ওদের তরফে একটা বার্তা পৌঁছানো, আর যদি না পারি মরে যাব। আমি দেখাতে চেয়েছিলাম পুলিশ একনায়কতন্ত্রের দাসত্ব করছে। সেই দাসত্বকে ভেঙে ফেলার কথা বলেছিলাম। বলেছিলাম হাতকড়া ছেড়ে চলে এসো। বলেছিলাম আরও জল ফেল আমরা সব বয়ে চলে যাই।’

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে নরম সুরে বড় হুঙ্কার মমতার! কী বললেন আন্দোলনকারীরা?

বলরামের সংযোজন, ‘এখানে যে প্রশাসন চলছে প্রশাসন যদি ব্যর্থ হয়, জাস্টিস দিতে না পারলে, প্রতিবাদ হবে, তুমি ভুল করছ, তুমি ঠিক করো নিজেকে। কিন্তু কেউ যদি সংশোধন না করতে চায় তবে আরও প্রতিবাদ হবে।’

ছাত্রদের নাম করে সত্যিই কি রাজনৈতিক আন্দোলন?
বলরাম বলেন, ‘এটা ছাত্রদের তরফে কলটা এসেছিল। সাধারণ মানুষকে আসতে বলা হয়েছিল। রাজনৈতিক বিভাজন করে যেটা ওরা করছে সেটা হল ওরা আরজি করের দিক থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। দেখুন বিস্তারিত অর্থে রাজনীতি সর্বত্র। আপনারা যে রাজনীতির কথা বলছেন সেই রাজনীতির কথা বলছি না। ওদের হাতজোড় করে বলছি আপনারা আলোচনায় বসুন।’

নিজেকে সনাতনী এবং শিবভক্ত বলে দাবি করেছেন বৃদ্ধ বলরাম বসু। তাঁর অকপট দাবি, ‘সনাতনী হওয়া যদি অপরাধ হয় তবে আমি অপরাধ করছি। আমাদের জাস্টিস চাই।’