Juan Izquierdo: লুটিয়ে পড়েছিলেন মাঠে, ২৭ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

উরুগুয়ে ফুটবল ক্লাব Nacional-এর ডিফেন্ডার হুয়ান ইজকুইয়ার্দো (Juan Izquierdo) এই মাসের শুরুতে কোপা লিবার্তাদোরেসের একটি ম্যাচ চলাকালীন মাঠে আচমকা পড়ে গিয়েছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। শহরে…

Juan Izquierdo

উরুগুয়ে ফুটবল ক্লাব Nacional-এর ডিফেন্ডার হুয়ান ইজকুইয়ার্দো (Juan Izquierdo) এই মাসের শুরুতে কোপা লিবার্তাদোরেসের একটি ম্যাচ চলাকালীন মাঠে আচমকা পড়ে গিয়েছিলেন। তিনি প্রয়াত হয়েছেন।

শহরে যান চলাচলে বিঘ্ন, আজ রাতে চলবে বাড়তি মেট্রো, জানুন কোন রুটে কতক্ষণ?

   

গত ২২ অগস্ট সাও পাওলোর বিপক্ষে ন্যাশনালসের ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন হুয়ান ইজকুইয়ার্দো। মাঠ থেকে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতাল। সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ইজকুয়ের্দো। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরেও জীবন যুদ্ধে হার মানলেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

খেলার ৮৪ তম মিনিটে ঘটনাটি ঘটেছিল। ইজকুয়ের্দো হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন। চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে এসেছিলেন। প্রাথমিক পরিচর্যার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ফুটবলারকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক্তারদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও পরবর্তী কয়েক দিন ধরে ইজকুয়ের্দোর অবস্থার অবনতি হতে শুরু করেছিল। শেষ পর্যন্ত তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।

ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়েছে, ‘আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অপূরণীয় ক্ষতিতে শোকাহত গোটা দেশ। “

বিজ্ঞান শিক্ষিকাদের বোরখা নির্দেশ, তসলিমা লিখলেন ‘জিহাদিস্তান’ বাংলাদেশ

এ ঘটনার পরিপ্রেক্ষিতে উরুগুয়ের ফুটবল কর্তৃপক্ষ সপ্তাহান্তে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব ম্যাচ স্থগিত করেছে। ইন্টার মিয়ামির স্ট্রাইকার ও উরুগুয়ের প্রাক্তন তারকা ফুটবলার লুইস সুয়ারেজ এই খবরে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘মনের অবস্থা ব্যাখ্যা করা কঠিন। তাঁর আত্মা শান্তিতে থাকুক। আমি ওঁর পরিবার ও বন্ধুদের শক্তি কামনা করি। “