ইটানগর: ফের একবার দেশে বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনা (Indian Army)। আজ অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) সুবনসিরি জেলায় একটি ট্রাক গভীর খাদে পড়ে গেলে তিন সেনা জওয়ান নিহত ও চারজন আহত হয়েছেন। আর এই বিষয়টি নিশ্চিত করেছে ইটানগর পুলিশ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জওয়ানের। শহিদ জওয়ানরা সেনার ইস্টার্ন কমান্ডের জওয়ান ছিলেন। একই সঙ্গে ইস্টার্ন কমান্ড তাদের জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শহিদ জওয়ানরা হলেন হাবিলদার নাখত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। বাকি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত সেনা ট্রাকটি কর্মীদের বহনকারী একটি কনভয়ের অংশ ছিল। এক পুলিশ কর্মকর্তা জানান, আপার সুবানসিরি জেলা সদর শহর দাপোরিজো থেকে লেপারাদা জেলার বাসারের দিকে যাচ্ছিল কনভয়টি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার ও নিহতদের মরদেহ উদ্ধারে সহায়তা করেন।
দুর্ঘটনার বিবরণ দিয়ে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এক্স-এ পোস্ট করেছে, “ইস্টার্ন কমান্ড আর্মি ক্যাডার এবং অল র্যাঙ্কের লেফটেন্যান্ট জেনারেল আর আর তিওয়ারি অরুণাচল প্রদেশে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর হব নাখাত সিং, এনকে মুকেশ কুমার এবং জিডিআর আশিসের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে ভারতীয় সেনা।”
#IndianArmy #EasternCommand #InTheLineofDuty#LestWeForget
Lt Gen RC Tiwari, #ArmyCdrEC & All Ranks express deepest condolences on the sad demise of Bravehearts Hav Nakhat Singh, Nk Mukesh Kumar and Gdr Ashish who made the supreme sacrifice in the line of duty in… pic.twitter.com/LcRAdHKK5h
— EasternCommand_IA (@easterncomd) August 27, 2024