ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি ‘জাদুকর’ মারিও রিভেরার

Sports: গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং ২০২১-২২ ISL মরসুম মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় লেগে, দুই চিরপ্রতিদ্বন্দী…

ডার্বি ম্যাচ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি 'জাদুকর' মারিও রিভেরার

Sports: গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং ২০২১-২২ ISL মরসুম মিলিয়ে তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। ২৯ জানুয়ারি টুর্নামেন্টের দ্বিতীয় লেগে, দুই চিরপ্রতিদ্বন্দী ATK মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল (East Bengal) মুখোমুখি হতে চলেছে ফতোর্দাতে, PJN স্টেডিয়ামে।

চলতি ISL সেশনের প্রথম লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ০-৩ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল, ATK মোহনবাগানের কাছে। এরই মাঝে ISL’এ নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেলেও এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) জয়ের ধারাবাহিতার পথে পরের ম্যাচেই হোচট খেয়েছে। গোয়ার বিরুদ্ধে জিতে লীগ টেবিলে ১০ নম্বরে উঠে আবার লাস্ট বয়ের তকমা জার্সিতে সেটে গিয়েছে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গিয়ে।

   

এমন আবহে শনিবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচে ATK মোহনবাগানের বিরুদ্ধে লাল হলুদ ব্রিগেড ‘আন্ডারডগ’ হিসাবে শুরু করছে। ডার্বি ম্যাচের আগে শুক্রবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসসি ইস্টবেঙ্গল হেডকোচ মারিও রিভেরা ‘আন্ডারডগ’ প্রশ্নে কৌশলী জবাব হল,”আপনি যখন ডার্বি খেলেন, তখন লিগের অবস্থান কোন ব্যাপার না। ডার্বি ম্যাচে সর্বদা শীর্ষ প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হয় এবং ফলাফল যেকোনও হতে পারে।

এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে বহু কাঙ্ক্ষিত জয়ের সুবাদে ISL সেশনের প্রথম জয় পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। আনন্দে আত্মহারা হয়ে লাল-হলুদ জনতার মারিও রিভেরা নামের পাশে “The real Magician” সম্বোধন সেটে দিয়েছিল।কিন্তু পরের ম্যাচেই হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে স্প্যানিয়ার্ড জাদুকরের ভোজবাজি। ০-৪ গোলে হায়দরাবাদ এফসির কাছে লীগ টেবিলে ১০ থেকে ফের একবার ১১ নম্বর স্থান ISL’র লাস্ট বয়ের ‘লজ্জার কলঙ্ক’ জার্সিতে সেটে গিয়েছে। তাই রিভেরার শুক্রবারের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ডার্বি ম্যাচ নিয়ে ভবিষ্যৎ বাণী একদম সঠিক এবং সেটা হল শীর্ষ স্তরের এই প্রতিদ্বন্দ্বীতায় ফলাফল যেকোনও হতে পারে।

Advertisements

কারণ,ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট সম্পূর্ণ আলাদা।ডার্বি ম্যাচে যে দল ম্যাচ টেম্পারমেন্ট ধরে রাখতে পারে জয় তাদেরই হয়ে থাকে। পেন্ডুলামের মতোই ডার্বি ম্যাচ ৫০-৫০ এর লড়াই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (বর্তমানে এসসি ইস্টবেঙ্গল এবং ATK মোহনবাগান আনুষ্ঠানিক নামকরণ) টিমের কাছে।

এককথায়, হাইভোল্টেজ ডার্বি ম্যাচের মনস্তাত্ত্বিক লড়াই, উত্তাপ মাঠের ভিতর খেলা চলাকালীন যতটা, মাঠের বাইরে মনস্তাত্ত্বিক লড়াই সঙ্গে উত্তাপ অনেকটাই বেশি। যে টিম এই চাপ ধরে রেখে ডার্বি ম্যাচের দিন পারফর্ম করবে তারাই ‘কেল্লা ফতেহ’ করতে পারবে।