বাজারে আলোড়ন জাগাতে নতুন ভ্যারিয়েন্টে আসছে বাজাজ চেতক, কেমন হবে এই ই-স্কুটার?

জীবাশ্ম জ্বালানির টু হুইলারের পাশাপাশি ইলেকট্রিক স্কুটির জগতেও বাজাজ অটোর (Bajaj Auto) যথেষ্ট সুখ্যাতি রয়েছে। কম দামে ক্রেতাদের হাতে মোটরসাইকেল ও স্কুটারের চাবি তুলে দেওয়ার…

Bajaj-Chetak

জীবাশ্ম জ্বালানির টু হুইলারের পাশাপাশি ইলেকট্রিক স্কুটির জগতেও বাজাজ অটোর (Bajaj Auto) যথেষ্ট সুখ্যাতি রয়েছে। কম দামে ক্রেতাদের হাতে মোটরসাইকেল ও স্কুটারের চাবি তুলে দেওয়ার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। ইদানিং সংস্থা ব্যাটারি পরিচালিত স্কুটির লাইনআপ সম্প্রসারণে মনোনিবেশ করেছে। তাই বাজাজ তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার চেতকের (Bajaj Chetak) আরও এক নয়া ভ্যারিয়েন্ট আনার পরিকল্পনা করছে। এটি হচ্ছে বাজাজ চেতক ২৯০৩ (Bajaj Chetak 2903)। কেমন ফিচার্স থাকছে এতে, চলুন জেনে নেওয়া যাক।

ফিচারের প্রসঙ্গে বলার আগে জানিয়ে রাখি, বাজাজ সম্প্রতি ভারতে তাদের Chetak 2901 মডেলটি লঞ্চ করেছে। বর্তমানে এটি তাদের সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার। এবারে এরকম আরও একটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে তারা। জানা গিয়েছে, সংস্থার পোর্টফোলিওতে Bajaj Chetak 2903-এর স্থান Chetak 2901-এর উপরে হবে। তাই আসন্ন মডেলটি তুলনামূলক বেশি ফিচার সহ হাজির হবে বলা যায়। 

   

ডুয়েল টোন কালার নজর কাড়বে, শীঘ্রই বাজারে আসছে ফেসলিফ্ট ভার্সনের Hyundai Alcazar

বিশেষজ্ঞদের মতে, বাজাজ চেতক আরবান ভ্যারিয়েন্ট ও ২৯০১-এর মধ্যে দামের ফারাক ২২,০০০ টাকা। এই অন্তর কমাতেই বাজাজ চেতক ২৯০৩ বাজারে আনা হচ্ছে। আকর্ষণের বিষয়, নতুন কালার অপশন পেতে পারে মডেলটি। আবার একটি ২.৯ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে এতে। 

বাজাজ চেতক ২৯০৩ (Bajaj Chetak 2903) ব্যাটারিতে ফুল চার্জে ১২৩ কিলোমিটার পথ চলতে পারবে বলে অনুমান করা হচ্ছে। তবে বাস্তবে ৯০-১০০ কিলোমিটার রেঞ্জ মিলতে পারে। এতে ৪ কিলোওয়াট ইলেকট্রিক মোটর থাকবে। প্রতি ঘণ্টায় যার সর্বোচ্চ গতিবেগ হবে ৬৩ কিলোমিটার। জানা গিয়েছে, ২৯০১-এ কোন ফাস্ট চার্জিং অফার করা না হলেও নয়া মডেলটিতে তা দেওয়া হতে পারে। এর দাম ১.২ লক্ষ টাকার কাছাকাছি রাখা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লঞ্চ হতে পারে স্কুটারটি।