ডুয়েল টোন কালার নজর কাড়বে, শীঘ্রই বাজারে আসছে ফেসলিফ্ট ভার্সনের Hyundai Alcazar

Hyundai Alcazar facelift শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে। সব ঠিকঠাক চললে আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হবে এই এসইউভি গাড়িটি। ইতিমধ্যেই এর বুকিং গ্রহণ শুরু…

Hyundai Alcazar facelift শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে। সব ঠিকঠাক চললে আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হবে এই এসইউভি গাড়িটি। ইতিমধ্যেই এর বুকিং গ্রহণ শুরু হয়েছে। মাত্র ২৫,০০০ টাকায় বুক করা যাচ্ছে গাড়িটি। এদিকে লঞ্চের আগেই ফেসলিফট ভার্সনের Hyundai Alcazar-এর নানান খুঁটিনাটি প্রকাশ্যে এসেছে। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisements

Hyundai Alcazar facelift বাহির ও অন্দরমহলে বেশ কিছু আপডেট সহ আসবে। কেবিনে থাকছে টুইন কানেক্টেড ডিসপ্লে, যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট সিস্টেম ও অপরটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা যাবে। নতুনত্ব হিসেবে এতে থাকছে নয়া কালার অপশন।

   

Hyundai Alcazar facelift: কালার

জানা গিয়েছে, Hyundai Alcazar facelift মোট ৯টি রঙের বিকল্পে হাজির হবে। যার মধ্যে আটটি হবে মোনোটোন এবং একটি ডুয়েল টোন থিম। মোনোটোন হিসেবে থাকছে টাইটান গ্রে ম্যাট, স্টারি নাইট, রেঞ্জার খাকি, অ্যাবিস ব্ল্যাক, অ্যাটলাস হোয়াইট, রোবাস্ট এমেরাল্ড পার্ল, রোবাস্ট এমেরাল্ড ম্যাট এবং ফিয়েরি রেড। এগুলির মধ্যে শেষ তিনটি একেবারে নতুন। ডুয়েল টোনের মধ্যে থাকবে অ্যাবিস ব্ল্যাক রুফ সহ অ্যাটলাস হোয়াইট। 

হাস্যকর ঘটনা! গাড়ি চালানোর সময় মাথায় হেলমেট নেই, মোটা টাকা জরিমানা করল পুলিশ

Advertisements

Hyundai Alcazar facelift: পাওয়ারট্রেন

অনুমান করা হচ্ছে, Hyundai Alcazar facelift একই ইঞ্জিন সহ বাজারে পা রাখবে। এতে উপলব্ধ রয়েছে একটি ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল মোটর এবং একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। এই গাড়ি ম্যানুয়াল গিয়ারবক্স স্ট্যান্ডার্ড হিসেবে বেছে নেওয়া যায়। আবার পেট্রোল ভ্যারিয়েন্টে রয়েছে ৭-স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। অন্যদিকে ডিজেল ইঞ্জিন মডেলটি ৬-গতির টর্ক কনভার্টার অটোমেটিক ইউনিট সহ কেনা যায়।