নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র সাঁতরাগাছি, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আশঙ্কাই যেন সত্যি হল। নবান্নে অভিযান (Nabanna Aviyaan) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া। আজ মঙ্গলবার দুপুরে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা আকার ধারণ করেছে সাঁতরাগাছি।…

আশঙ্কাই যেন সত্যি হল। নবান্নে অভিযান (Nabanna Aviyaan) ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া। আজ মঙ্গলবার দুপুরে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা আকার ধারণ করেছে সাঁতরাগাছি। ছাত্র সমাজের একটি মিছিল সাঁতরাগাছিতে পৌঁছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। এরপরেই অ্যাকশন মুডে চলে আসে পুলিশ।

Advertisements

নবান্ন অভিযানকে পাখির চোখ করে হাওড়া, সাঁতরাগাছি চত্ত্বরে কয়েক হাজার হাজার পুলিশকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সাঁতরাগাছিতে বিশাল পরিমাণে আন্দোলনকারী জড়ো হয়েছেন। কোনা এক্সপ্রেসঅয়েতেও অবস্থান বিক্ষোভ করছেন প্রতিবাদীরা। সকলের মুখে একটাই কথা, মমতার পদত্যাগ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়েছে।

   

নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র সাঁতরাগাছি, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ

এদিন জাতীয় পতাকা হাতে বিভিন্ন জায়গা থেকে সাঁতরাগাছি চত্ত্বরে হাজির হচ্ছেন আন্দোলনাকারীরা। যেনতেন প্রকারে গার্ডরেল ভাঙতে উদ্যোত সকলে। হাওড়া ব্রিজে ব্যারিকেডের মাথায় উঠে গিয়েছেন প্রতিবাদকারীরা। জল কামানও ছুঁড়তে শুরু করেছে পুলিশ।  

Advertisements

অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়ে ভিড়ের থেকে। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামানের ব্যবহার করছে পুলিশ। যেভাবেই হোক, এই মিছিল আটকানোই হল লক্ষ্য পুলিশের। ছাত্র সংগঠন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এবং বিক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ ‘নবান্ন অভিযান’ সমাবেশ করছে। যদিও প্রশাসন এই অনুষ্ঠানটিকে “অবৈধ এবং অননুমোদিত” বলে ঘোষণা করেছে।