আরজি কর কাণ্ডের সুরাহা এখনও হয়নি। গোটা দেশ ফুঁসছে। এরই মাঝে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৯ বছরের নাবালিকা কন্যাকে ‘ধর্ষণের হুমকি’! সোশ্যাল মিডিয়ায় এই হুমকির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এর উপর ভিত্তি করে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে শিশু সুরক্ষা কমিশন। অন্যদিকে এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।
এক্স-এ (পূর্ব নাম টুইটার) একটি পোস্ট করে এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেখানে তিনি লেখেন, “রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হয়ে নোংরা রাজনীতির আশ্রয় নেওয়া হচ্ছে। কিন্তু আজ সহ্যের সকল সীমা অতিক্রান্ত হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাবালিকা কন্যাকে হুমকি দেওয়া হচ্ছে। এই ধরণের ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা হয় না। অবিলম্বে এই নোংরা রাজনীতি বন্ধ হোক”।
<
Fight us politically with your filthy tricks. You have done it before. But today you have crossed the line. Stop threatening kids. No words enough to condemn the gutter level threats to our National General Secretary’s daughter. STOP THIS NOW.
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) August 26, 2024
অন্যদিকে শিশুসুরক্ষা কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েক জন এই ঘোষণায় উল্লাস প্রকাশ করেন। কমিশন এই ধরণের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো, ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।”
‘রাম-বাম’ একত্রে বাংলায় নৈরাজ্য সৃষ্টি করছে : কুনালের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি
জানা গিয়েছে, ধর্ষণের ‘খোলা’ হুমকির প্রতিবাদ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে শিশু সুরক্ষা কমিশন। ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশু কন্যার নিরাপত্তা বাড়ানোর বিষয়েও পুলিশের সামনে মুখ খুলেছে কমিশন।