জন্মাষ্টমীর খরচ কমিয়ে ত্রাণ দান, কৃষ্ণ জন্মদিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বার্তা ড. ইউনূসের

পদ্মাপারে রক্তাক্ত গণবিক্ষোভে পালাবদলের পর প্রথম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হচ্ছে সাড়ম্বরে। উৎসবে কড়া নিরাপত্তা জারি করেছে বাংলাদেশ (Bangladesh) অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশ, ঢাকা মহানগর…

message of building a discrimination-free Bangladesh on Janmashtami by Muhammad Yunus, জন্মাষ্টমীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বার্তা ড. মুহাম্মদ ইউনূসের

পদ্মাপারে রক্তাক্ত গণবিক্ষোভে পালাবদলের পর প্রথম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হচ্ছে সাড়ম্বরে। উৎসবে কড়া নিরাপত্তা জারি করেছে বাংলাদেশ (Bangladesh) অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশ, ঢাকা মহানগর পুলিশের তরফে জারি করা সতর্কতা মেনেই উৎসব পালিত হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, দেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা দিবসটি পালন করা হচ্ছে।

   

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এ দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। ‘আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।’

মেয়ার শেষের আগেই ছাঁটাই ভারতে কর্মরত ২ বাংলাদেশি কূটনীতিক

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তরফেও উৎসবের শুভেচ্ছা জানানো হয়

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। উৎসব উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

ফ্রান্সে গ্রেফতার টেলিগ্রামের কর্ণধার, ‘ঘরশত্রু’কে নিয়ে সক্রিয় রাশিয়া

পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশে বন্যা পরিস্থিতির কারণে এ বছর জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোতে জন্মাষ্টমীর শোভাযাত্রা না করে সে অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব সোমবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, দুপুর ২টায় জন্মাষ্টমীর কেন্দ্রীয় শোভাযাত্রা এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।