আরজি করের প্রতিবাদের মধ্যেই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী, কড়া বার্তা মমতাকে

আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। দুনিয়াজুড়ে প্রতিবাদের ঢেউ। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে মুখ খুললেন। ব্যাপক ক্ষোভের মধ্যেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের…

Crimes Against Women Unforgivable PM Modi Amid Kolkata Rape-Murder Protests , আরজি করের প্রতিবাদের মধ্যেই গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী, কড়া বার্তা মমতাকে

আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। দুনিয়াজুড়ে প্রতিবাদের ঢেউ। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে মুখ খুললেন। ব্যাপক ক্ষোভের মধ্যেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দোষীর কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছিল ‘লাখপতি দিদি’ সম্মেলন। সেখানেই তিনি বলেছেন, ‘মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও প্রতিটি রাজ্য সরকারকে বলব যে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্ষমার অযোগ্য। অপরাধী যেই হোক না কেন, তাদের রেহাই দেওয়া উচিত নয়।’ তবে অনুষ্ঠানে মোদী নির্দিষ্ট কোনও রাজ্য বা ঘটনার উল্লেখ করেননি। তবুও আরজি কর-কাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এ দিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নারীদের বিরুদ্ধে অপরাধকারীদের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা আইন শক্তিশালী করছি।’ ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী দেশে মহিলাদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন। বলেছিলেন যে, ‘মহিলাদের উপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনাচিন্তা করা উচিত। এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি।’

   

নাছোড় সিবিআই, ডাঃ সন্দীপের বাড়িতে আরও কেন্দ্রীয় গোয়েন্দা

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। শুরু হয়েছে রাজনীতিও। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী নেতাদের মধ্যে মহিলাদের নিরাপত্তার অবনতিশীল অবস্থা নিয়ে তিক্ত বাকযুদ্ধ জারি।

জলগাঁওয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর দাবি, তাঁর সরকার স্বাধীনতার পর থেকে আগের সমস্ত শাসনের চেয়ে গত ১০ বছরে মহিলাদের জন্য আরও বেশি কাজ করেছে। বলেছেন, ‘২০১৪ সাল পর্যন্ত, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ২৫ হাজার কোটিরও কম ঋণ দেওয়া হয়েছিল, কিন্তু গত ১০ বছরে, ৯ লক্ষ কোটি দেওয়া হয়েছে।’

সামান্য লগ্নিতেই বিরাট আয়! যুগান্তকারী উদ্যোগ ভারতীয় রেলের, জানুন আবেদনের নিয়ম

কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘লাখপতি দিদি’। এই প্রকল্পের মাধ্যমে মোদী সরকার মহিলাদের স্বনির্ভর করতে সচেষ্ট। এই প্রল্পের মাধ্যমে কোনও মহিলা বছরে ১ লক্ষ বা তার বেশি আয় করে থাকেন। এই আয় কমপক্ষে চারটি কৃষি মৌসুম এবং/অথবা ব্যবসায়িক চক্রের জন্য গণনা করা হয়, যার গড় মাসিক আয় ১০ হাজারের বেশি।

মহারাষ্ট্রের বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি সরকারের পক্ষে সওয়াল করে, প্রধানমন্ত্রী স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য বছরের পর বছর সমর্থন নিশ্চিত করতে জনগণকে আহ্বান জানান। বলেন, ‘মহারাষ্ট্র উন্নত ভারতের একটি উজ্জ্বল নক্ষত্র। রাজ্যের ভবিষ্যত আরও বেশি বিনিয়োগ এবং চাকরি বৃদ্ধির মধ্যে নিহিত।’