অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ ব্যক্তিকে ফেরাল চীন (China) সেনা। বৃহস্পতিবার ভারতের হাতে মিরাম তারোনকে ফিরেয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা। খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু।
প্রথমে মনে করা হয়েছিল চীন সেনা অপহরণ করেছে তাঁকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিল সে দেশের সেনা। যদিও তারাই পরে জানায় যে ছেলেটিকে খুঁজে পাওয়া গিয়েছে।
প্রতিরক্ষার জনসংযোগ আধিকারিক, তেজপুরের লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে এক বিবৃতিতে বলেছিলেন, “চীনের সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তারা অরুণাচল প্রদেশ থেকে একটি নিখোঁজ ছেলেকে খুঁজে পেয়েছে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।”
এর পরেই মিরাম তামোরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করে ভারত সরকার। চীনের পক্ষ থেকেও জানানো হয়, তারা দ্রুত ভারতে ফেরত পাঠাবে অরুণাচল প্রদেশের এই বাসিন্দাকে।
বিজেপির পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছিল যে ১৭ বছরের যুবককে তুলে নিয়ে গিয়েছে ড্রাগন দেশ। আপাতত ঘরে ফিরে এসেছেন মিরাম। খুশির খবরটি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।