শনিবার বিকেলে সিএফএল (CFL) ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গল এবং পিয়ারলেস স্পোর্টস ক্লাবের। কিন্তু প্রবল বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। একটা সময় অবস্থার পরিবর্তনের আশায় নির্ধারিত সময়ের থেকে আরো অতিরিক্ত চল্লিশ মিনিট অপেক্ষা করেছিলেন ম্যাচ কমিশনারেট। কিন্তু তাতেও খুব একটা সুবিধা হয়নি।
টানা বৃষ্টিতে জলে ভরে গিয়েছিল গোটা মাঠ। ম্যাচ শুরু করার কোনও রকম পরিস্থিতি না দেখে শেষ পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি এবং ম্যাচ কমিশনারেট। তবে এবার উঠে আসলো নয়া তথ্য। ঘন্টা কয়েক আগেই এই ম্যাচ নিয়ে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে একটি চিঠি পাঠানো হয় ক্লাবের কাছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী রবিবার লাল-হলুদ গ্ৰাউন্ডে আয়োজিত হবে কলকাতা লিগের এই ফুটবল ম্যাচ।
তবে এক্ষেত্রে বদল হয়েছে সময়। আইএফএ ‘র সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল দুপুর একটা থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ। তবে ইতিমধ্যেই টুর্নামেন্টের সুপার সিক্সে স্থান পাকা করে ফেলেছে ময়দানের এই প্রধান। বর্তমানে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব খেলার লক্ষ্য বিনো জর্জের ছেলেদের।
যারফলে আগামীকালের এই ম্যাচের ফলাফল সেভাবে প্রভাব ফেলবে তাঁদের উপর। অন্যদিকে ভালো পারফরম্যান্স করেই গ্ৰুপ পর্ব শেষ করার লক্ষ্য থাকবে পিয়ারলেস দলের।
Update 👇 https://t.co/UnzKkitWNN
— EAST BENGAL the REAL POWER (EBRP)❤💛 (@EBRPFC) August 24, 2024