বিনামূল্যে বিদ্যুৎ, বছরে ১২টি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করলেন নেত্রী

জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের (Assembly Elections 2024) আবহে বড় প্রতিশ্রুতি দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে জল, গ্যাস…

lpg cylinder price drop

জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের (Assembly Elections 2024) আবহে বড় প্রতিশ্রুতি দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে জল, গ্যাস সিলিন্ডার, মহিলাদের নিয়ে বড় ঘোষণা করলেন পিডিপি নেত্রী।

Advertisements

আজ শনিবাসরীয় দুপুরে জম্মু ও কাশ্মীরে পিডিপি প্রধান মেহবুবা মুফতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, “আমরা বলতে চাই যে আমরা ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেব। এছাড়া আমরা জলের উপর কর বাতিল করতে চাই, জলের জন্য কোনও মিটার থাকা উচিত নয়। গরিবদের জন্য যাদের বাড়িতে ১ থেকে ৬ জন লোক রয়েছে, আমরা মুফতি মহম্মদ সাঈদ প্রকল্পটি আবার কার্যকর করতে চাই কারণ তারা যে চাল এবং রেশন পান তা যথেষ্ট নয়।’

   

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা দরিদ্রদের বছরে ১২টি সিলিন্ডার দেব। সেইসঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা পেনশনের মতো সামাজিক সুরক্ষা আমরা দ্বিগুণ করব।’ নির্বাচন প্রসঙ্গে মেহবুবা মুফতি বলেন, ‘আমার কাছে এই জম্মু ও কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচন রাজ্যের মর্যাদা বা আসন ভাগাভাগির জন্য নয়। আমাদের আরও বড় লক্ষ্য আছে, আমরা লড়ছি মর্যাদার জন্য, সমাধানের জন্য।’

উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে রয়েছে বিধানসভা ভোট। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন তিন দফায় অনুষ্ঠিত হবে, ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। অন্যদিকে হরিয়ানায় ১ অক্টোবর ৯০ আসনে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে বলে জানাল কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, “বিধানসভা নির্বাচন তিন দফায় হবে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোট। ভোট গণনা হবে ৪ অক্টোবর।” 

Advertisements