অপেক্ষার অবসান, আরজি কর-কাণ্ডের তদন্তে শুরু হল পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু। বয়ানে কেউ মিথ্যে বলছেন কিনা তা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যাবে। গতকাল শুক্রবারই অনেকের এই পলিগ্রাফ টেস্ট করার অনুমতি দেয় শিয়ালদা আদালত।
সিবিআই সূত্রে খবর, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ-সহ চার চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। সেইসঙ্গে ধৃত সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট শুরু হবে। দিল্লি থেকে সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল এই পরীক্ষা করতে কলকাতায় পৌঁছেছে বলে জানিয়েছে সিবিআই সূত্র।
সিবিআই যাদের যাদের পলিগ্রাফ পরীক্ষা শুরু করবে তাঁরা হল সঞ্জয় রায়, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, নির্যাতিতার সঙ্গে রাতের খাবার খাওয়া চার চিকিৎসক এবং সিভিক ভলান্টিয়ার যিনি সঞ্জয় রায়ের সঙ্গে ছিলেন। যেহেতু সঞ্জয় রায় প্রেসিডেন্সি জেলে ভর্তি সেজন্য তাঁকে প্রেসিডেন্সি জেলের ভিতরে পরীক্ষা করছে সিবিআই।
এদিকে আর্থিক অনিয়ম সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের কাছে জমা দিল সিট। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক অনিয়ম সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সিট। নবান্ন তথা মুখ্যমন্ত্রীর দফতর পর্যন্ত মিছিলে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার বহাল রেখে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
আরজি কর ধর্ষণ-হত্যা মামলার প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবারও টানা ১৪ দিনের মতো তাদের আন্দোলন অব্যাহত ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসকের অভাবে রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।
The process of conducting Polygraph test of former RG Kar Medical College principal Sandip Ghosh and four other doctors in connection with the alleged rape and murder of a postgraduate trainee at the hospital has started. A special team of CBI officials from Delhi has reached…
— ANI (@ANI) August 24, 2024