চলতি বছরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Election)। তার আগে হঠাৎ এনসিপি প্রধান শরদ পওয়ারকে (Sarad Pawar) ‘জেড প্লাস’ নিরাপত্তা দেওয়ার কথা জানায় কেন্দ্র। এই নিরাপত্তা রক্ষীদের নিয়েই সন্দেহ দানা বেঁধেছে প্রবীন এই মারাঠা নেতার মনে। তা নিয়েই সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করে পাওয়ার বলেন নিরাপত্তা রক্ষীরা আসলে কেন্দ্রের গুপ্তচর। তাঁর সমস্ত গতিবিধি বুঝতেই জেড ক্যাটাগরি দিতে চায় মোদী সরকার। শরদ পাওয়ারের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছএ মারাঠাভূমিতে।
স্কুলের প্রতিবাদ কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন রাজ্য, কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, “আমাকে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের তরফে জানানো হয়েছে দেশে মোট ৩ জনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আমি এক জন। ফলে আমি প্রশ্ন করেছিলাম বাকি দুজন কারা। উত্তরে জানানো হয়, বাকিরা আরএসএস প্রধান মোহন ভাগবত ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে। আমার মনে হয় জেড ক্যাটাগরির নামে নিরাপত্তারক্ষীদের দিয়ে আমার ওপর নজরদারি চালাতে চায় কেন্দ্র।”
সিবিআইয়ের মুখে কুলুপ! ‘নো কম্প্রোমাইস’ জুনিয়র চিকিৎসকদের, এবার কী পদক্ষেপ?
চলতি বছরের শেষেই ভোট মহারাষ্ট্রে (Maharashtra)। তার আগে নিজেদের ঘর গোছাতে কোমর বেঁধে লেগে পড়েছে বিজেপি-উদ্ধব সহ রাজ্যের প্রত্যেকটি দল। লোকসভা ভোটের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি পদ্মশিবির। এদিকে, একনাথ শিন্ডেদের বিধায়কেরাও ‘ঘর ওয়াপসি’র জন্য ইতিমধ্যেই পা বাড়িয়ে রেখেছে উদ্ধব শিবিরের দিকে।
সপ্তাহ জুড়ে দাম বাড়ল না পেট্রোল ডিজেলের, শনিবার কত তেলের দর?
লোকসভা ভোটে ৪৮ আসনের মধ্যে ৩০ আসনে জিতেছে ‘ইন্ডিয়া’ জোট। যারফলে ভোটের অঙ্ক ও রাজনৈতিক জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’। তারমধ্যে চলতি বছরের শেষেই ২৮৮ আসনের বিধানসভা ভোট। লোকসভা ভোটের অনুপাতে এখনও পর্যন্ত অনুকূল অবস্থায় রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা সহ বিরোধী দলগুলি।