আরজি কর (rg kar) কাণ্ডে আর্থিক দুর্নীতির তদন্তে রাজ্যের গড়া সিট (sit) আর নয়। গোটা তদন্তই করবে সিবিআই (cbi)। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta high court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে দুর্নীতি সংক্রান্ত সমস্ত নথি শনিবার সকাল দশটার মধ্যে সিবিআইকে হস্তান্তর করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে। আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে সিবিআইকে।
ফের সিজিওতে জেরা, সিবিআইয়ের ডাকে আটবার হাজিরা সন্দীপ ঘোষের
যারফলে আরও বেকায়দায় পড়তে হল সন্দীপ ঘোষকে। সেই সঙ্গে রাজ্য প্রশাসনকেও ‘অস্বস্তি’তে পড়তে হল বলে মনে করছে রাজনৈতিকমহল। কারণ সিট গঠন হলে বিষয়টি রাজ্যের নিয়ন্ত্রণে থাকত, কিন্তু এবার সিবিআইয়ের হাতে চলে যাওয়ায় সেই সুযোগ আর থাকবে না বলেই না বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। আর জি করের পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে একাধিক অভিযোগ উঠতে থাকে এই হাসপাতালের বিরুদ্ধে।
পুলিশের অনুমতি ছাড়াই নবান্ন অভিযান, বিজেপির বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য
সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
আরজি কর ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ বাংলা পক্ষের
গত সোমবার কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ তিন সদস্যের সিট গঠন করেছিল রাজ্যে প্রশাসন। যার উদ্দেশ্য ছিল সন্দীপ রায়ের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক কেলেঙ্কারীর তদন্ত। কিন্তু সেই দায়িত্ব এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় সন্দীপ ঘোষ ও রাজ্য প্রশাসন বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।