Paschim Bardhaman: খোলামুখ খনির ভিতর আটকে অনেকে, মৃতের সংখ্যা নিয়ে ধন্ধ

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ফরিদপুরে মর্মান্তিক খনি দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। সেই সঙ্গে প্রশ্ন, অবৈধ উত্তোলন নিয়েও। এলাকায় উত্তেজনা। Advertisements খনিতে নেমে কমপক্ষে মৃত ৫…

Paschim Bardhaman: খোলামুখ খনির ভিতর আটকে অনেকে, মৃতের সংখ্যা নিয়ে ধন্ধ

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর ফরিদপুরে মর্মান্তিক খনি দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু। সেই সঙ্গে প্রশ্ন, অবৈধ উত্তোলন নিয়েও। এলাকায় উত্তেজনা।

Advertisements

খনিতে নেমে কমপক্ষে মৃত ৫ জন বলে জানা যাচ্ছে। ভিতরে আটকে অনেকে। এদিকে আরও কেউ চাপা পড়ে রয়েছেন কি না তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

   

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভোররাতে দুর্গাপুরের ফরিদপুর থানার অন্তর্গত লাউদোহায় মাধাইপুর খোলামুখ খনিতে অবৈধ ভাবে কয়লা খনন চালাচ্ছিলেন বেশকয়েক জন। আর সেই সময়ই বড় বড় কয়লার চাঙড় ধসে বেশ কয়েক জন চাপা পড়ে যান। আহত হন আরও কয়েক জন।

Advertisements

এদিকে ঘটনার খবর পেয়েই বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছান লাউদোহা এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে খবর। ইতিমধ্যে এক জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেছে পুলিশ। ইসিএল কর্তৃপক্ষও এই খবর নিশ্চিত করেছে।

অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানান, ‘খুব দুঃখজনক ঘটনা। অবৈধ ভাবে কয়লা খনন করতে গিয়ে পাঁচ জন চাপা পড়েছিল। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। চার জন মারা গিয়েছেন।’