সামনেই ভোট। নজরে উত্তর প্রদেশ (UP Election 2022)। সরগরম যোগী আদিত্যনাথের রাজ্যে। এরই মধ্যে অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি। অভিযোগ, টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করেছেন এক বিজেপি প্রার্থীর ছেলে।
সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এসে পৌঁছেছে একটি ভিডিও ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের শিকারপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মন্ত্রী অনিল শর্মার ছেলে রাস্তায় টাকা দিচ্ছেন। অনিল শর্মা একজন মন্ত্রীও বটে।
অভিযোগটি নির্বাচন কমিশনের কানেও উঠেছে। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শর্মার ছেলে কুশ শর্মা, তাঁর গাড়ির কাছে ১০০ টাকার নোট বিতরণ করছেন। সঙ্গে কিছু বাজনার শব্দও শোনা গিয়েছে। মনে করা হচ্ছে ড্রামবাদকদের টাকা দিয়েছেন কুশ শর্মা।
সূত্রের খবর, শিকারপুরের রিটার্নিং অফিসার মন্ত্রীকে ইতিমধ্যে নোটিশ ধরিয়েছেন। অনিল শর্মাকে দেওয়া নোটিশে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিকভাবে এটা আদর্শ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেই মনে হচ্ছে।’ আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে হবে বিজেপির এই নেতাকে।