ভবানীপুরের প্রাক্তন ফুটবলার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে চ্যালেঞ্জ লিগের ম্যাচ!

AFC চ্যালেঞ্জ লিগে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টবেঙ্গল রয়েছে টুর্নামেন্টের ‘এ’ গ্ৰুপে। ওই একই গ্ৰুপে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা…

Paro FC William Opoku Asiedu

AFC চ্যালেঞ্জ লিগে অংশ নিতে চলেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ইস্টবেঙ্গল রয়েছে টুর্নামেন্টের ‘এ’ গ্ৰুপে। ওই একই গ্ৰুপে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি (Paro FC)। পারো এফসি এই গ্ৰুপের অন্যতম আলোচিত দল।

Mohun Bagan SG: কামিন্স-দিমিদের বিরুদ্ধে খেলবে ‘বেস্ট ডিফেন্ডার’!

   

ভারতে খেলে যাওয়া একাধিক বিদেশি ফুটবলার রয়েছেন ভুটানের এই ফুটবল ক্লাবে। একজন বিদেশি ফুটবলার অতীতে খেলেছিলেন কলকাতার ভবানীপুর ক্লাবের হয়ে। ভুটানের পারো এফসির বিদেশি ব্রিগেডে রয়েছেন উইলিয়াম ওপকু ( William Opoku Asiedu)। ঘানার এই ফুটবলার ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন।

উইলিয়াম ওপকু খেলেন মূলত মাঝমাঠে। তবে আক্রমণভাগে অবদান রাখার দক্ষতা তাঁর রয়েছে। মিনার্ভা পঞ্জাবের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন এবং একাধিক গোল করেছিলেন। তারপর ভারতে খেলেছিলেন কর্ণাটকের ওজোন ফুটবল ক্লাব, বিএসএস, ভবানীপুর, বেঙ্গালুরু ইউনাইটেড, বোডোল্যান্ড এফসির হয়ে। ঘানার অনূর্ধ্ব ২০ জাতীয় দলের সদস্য ছিলেন উইলিয়াম ওপকু।

সেট-পিসে বিপজ্জনক মোহনবাগানের AFC প্রতিপক্ষ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paro Football Club (@parofc)

ঘানার এই ফুটবলার ২০১৭-১৮ মরসুমে মিনার্ভা পঞ্জাবের হয়ে আই লিগ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পারো এফসির হয়েও গোলের মধ্যে রয়েছেন। ভুটানের পারো এফসির বিদেশি ব্রিগেড বেশ শক্তিশালী। উইলিয়াম ওপকু তাদের মধ্যে অন্যতম।