CFL: একই দিনে ডুরান্ড কাপ, আপাতত স্থগিত মোহনবাগান বনাম রেলওয়ে এফসির ম্যাচ

গতবারের মতো এবারও ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগের সপ্তাহে ডার্বি বাতিল হলেও গোল পার্থক্যের ভিত্তিতে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে টেক্কা দিয়েছে সবুজ-মেরুন। গ্ৰুপ…

গতবারের মতো এবারও ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগের সপ্তাহে ডার্বি বাতিল হলেও গোল পার্থক্যের ভিত্তিতে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে টেক্কা দিয়েছে সবুজ-মেরুন। গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ময়দানের এই প্রধান। যারফলে আগামী শুক্রবার শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে হবে মেরিনার্সদের।

এখন সেই দিকেই নজর রয়েছে সকলের। কিন্তু একই দিনে পড়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগের (CFL) ম্যাচ। পূর্ব সূচি অনুযায়ী এদিন রেলওয়ে এফসির সঙ্গে খেলার কথা ছিল বাগান ব্রিগেডের। তবে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের কথা মাথায় রেখে দিন বদলের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গীয় ফুটবল ফেডারেশন। যারফলে বাতিল করা হয়েছে আগামীকালের এই ম্যাচ।

   

ঘন্টাখানেক আগেই এই ইস্যু নিয়ে মোহনবাগান ক্লাবকে বিশেষ চিঠি পাঠানো হয় আইএফএ -এর তরফে। যেখানে উল্লেখ করা হয়েছে গোটা বিষয়টি। সেইসাথে আরো বলা হয়েছে যে উভয়ের সাথে আলোচনার সাপেক্ষে খুব শীঘ্রই স্থির করা হবে এই ম্যাচের পরবর্তী দিনক্ষণ।