Justice For Bijoya: কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলায় দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র দেশ। এদিকে এই ঘটনায় সিবিআই এবং মমতা সরকার সুপ্রিম কোর্টে জমা দেওয়া মামলার অগ্রগতির স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সেইসঙ্গে আরজি কর-এ এখনও অবধি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এরই মাঝে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধর্ষণ মামলা নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন।
সি আর কেশবন যা বললেন তা শুনে অনেকেই মনে করছেন আজ যবনিকা পতন হতে পারে। সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তথা দেশের মানুষের আস্থা হারিয়েছেন। আমি মনে করি অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। অনেক সত্য বেরিয়ে আসবে। তবে যা দাঁড়িয়েছে তা হ’ল পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট।”
তিনি আরও বলেন, ‘পুলিশ যেভাবে পরিস্থিতির অপব্যবহার করেছে, তা অত্যন্ত ভীতিজনক। প্রথম থেকেই হাইকোর্ট মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করার আগে খুব স্পষ্টভাবে বলেছিল, পশ্চিমবঙ্গ পুলিশ এফআইআর দায়ের করেনি।” আরজি কর হাসপাতাল হত্যা মামলায় সুপ্রিম কোর্টে জমা দেওয়া মামলার অগ্রগতি নিয়ে সিবিআই এবং মমতা সরকার একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সরকার আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ, মেডিকেল সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে সরিয়ে দিয়েছে।
আন্দোলনরত চিকিৎসকরা রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করে হাসপাতালের কর্মীদের রদ বদলের দাবি জানান। কলকাতা ধর্ষণ-হত্যা মামলার প্রতিটি দিক খতিয়ে দেখছে সিবিআই। এই তদন্তে ৭৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
#WATCH | On RG Kar Medical College and Hospital rape case, BJP national spokesperson CR Kesavan says, “…Mamata Banerjee has lost the confidence of the people of West Bengal and the country…I think she should immediately resign. Today, the CBI is going to submit a status… pic.twitter.com/d2m5xxjcNR
— ANI (@ANI) August 22, 2024