Wasim Kapoor : ওয়াসিম কাপুরের তুলিতে বিধানসভায় অনির্বাণ জ্যোতি বসু

আরও এক নক্ষত্র পতন। চলে গিয়েছেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। ৭১ বছর বয়স হয়েছিল তাঁর। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে শিল্পীর।…

আরও এক নক্ষত্র পতন। চলে গিয়েছেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। ৭১ বছর বয়স হয়েছিল তাঁর। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে শিল্পীর।

বাম ঘরানায় বিশ্বাস করতেন ওয়াসিম কাপুর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বড় ভক্ত ছিলেন তিনি। নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো লুকোছাপা করেননি কখনও। আজীবন বামেদের কাছের মানুষ হয়ে থেকেছেন ওয়াসিম। তাঁর একটি তৈল চিত্র মনে রাখবেন রাজ্যবাসী।

   

পশ্চিমবঙ্গ বিধানসভায় ওয়াসিম কাপুরের আঁকা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর তৈলচিত্র এখনও রয়েছে। জ্যোতি বসুকে স্মরণ করে আয়োজিত সেমিনারে বক্তব্য রেখেছিলেন তিনি। জীবনে অনেক চড়াই-উতরাই দেখলেও নিজের নীতির সঙ্গে কখনও আপোস করেননি ওয়াসিম কাপুর। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি অবসাদকে সঙ্গে নিয়েই চলি’।

মাত্র ছয় বছর বয়সে খাট থেকে পড়ে গিয়ে বড়মাপের চোট পান তিনি। যার ফলে, প্রায় ১৫ বছর বয়স অবধি বিছানাতেই কেটে যায় তাঁর। হাসপাতাল ও বাড়ির নিয়মিত রুটিনের মাঝে বাবার কাছে তিনি আঁকার প্রশিক্ষণ নেওয়ার আবদার করেন। এরপর বিছানাতে শুয়েই অমর নন্দনের কাছে শুরু হয় তাঁর আঁকার প্রশিক্ষণ।

এরপর ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন ওয়াসিম কাপুর। সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবী প্রসাদ চৌধুরীর মতো কিংবদন্তি শিল্পীদের।

গতে বাঁধা জীবনে বিশ্বাসী ছিলেন না ওয়াসিম কাপুর। কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদে সোচ্চার হতেন। নানা সময়ে নাগরিক জীবনের নানা সমস্যা নিয়ে মুখর হয়েছেন। গোড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। কখনও নিজের বক্তব্যের মাধ্যমে, আবার কখনও নিজের রং, তুলির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।