বক্স অফিসে সাফল্য অব্যাহত ‘স্ত্রী ২’র, চরিত্রে-পিছু টাকা নিলেন অভিনেতা-অভিনেত্রীরা?

বক্স অফিসে সাফল্য অব্যাহত ‘স্ত্রী ২’ (Stree 2) এর। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস এর তরফে জানানো হয়েছে যে মুক্তির দিনেই দেশ জুড়ে এই ছবিটির গ্রস…

বক্স অফিসে সাফল্য অব্যাহত ‘স্ত্রী ২’ (Stree 2) এর। প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস এর তরফে জানানো হয়েছে যে মুক্তির দিনেই দেশ জুড়ে এই ছবিটির গ্রস আয় ছিল ৭৬.৫ কোটি টাকা। শুক্রবার প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস জানায় যে দুদিনে ছবিটির মোট গ্রস যায় ১১৮ কোটি টাকা। বলিউডের একটি সংবাদ সংস্থা সূত্রে খবর এই রেটে চলতে থাকলে বিটি সোমবারের মধ্যে ২০০ কোটির ক্লাবে ঢুকে পর্বে। ছবিটিকে ইতিমধ্যেই ‘ব্লকবাস্টার’ আখ্যা দিয়েছে ওই সংবাদসংস্থা। রবিবার ম্যাডক ফিল্মস জানিয়েছে যে শনিবার অব্দি ছবিটি আজ করেছে ১৭২ কোটি টাকা।

কিন্তু জানেন কী এই ছবিতে অভিনয়ের জন্য কত টাকা পেয়েছেন অভিনেতারা? একটি প্রতিবেদন অনুযায়ী ছবির জন্য ৫ কোটি তাজা পেয়েছেন শ্রদ্ধা, রাজ্যকুম্মার রায় পেয়েছেন ৬ কোটি। এই ছবিতে অভিনয় করে পাঁজাকে ত্রিপাঠি পেয়েছেন ৩ কোটি , অপারস্যাটিক খুরানা ৭০ লক্ষ এবং অভিষেক ব্যানার্জী ৫৫ লক্ষ। তবে তাঁর ক্যামিও জন্য ২ কোটি টাকা পেয়েছেন বরুন ধাওয়ান।

   

‘স্ত্রী ২’ নামক হরর-কমেডি গল্পটি সারকাটা নামে একজন খলনায়ককে কেন্দ্র করে আবর্তিত যে চান্দেরির বাসিন্দাদের আতঙ্কিত করে এবং তাঁর থেকে পরিত্রান পেতে মানুষ কিভাবে স্ত্রীয়ের স্মরণাপন্ন হয়। এই ছবিতে অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ানের বিশেষ ক্যামিও রয়েছে।

শাহরুখ বা রণবীর নন, আরশাদ নাদিমের বায়োপিকে এই অভিনেতাকে চান নীরজ চোপড়া!

১৫ অগস্ট দেশজুড়ে মুক্তি পেয়েছে স্ত্রী। দুদিনেই ঢুকে পরিসহ ১০০ কোটির ক্লাবে। একটি সাম্প্রতিক প্রেস কনফারেন্সের সময়, শ্রদ্ধা, ছবিটি সম্পর্কে তাঁর চিন্তাভাবনা শেয়ার করেছেন এবং বলেছেন, “আমি এমন চলচ্চিত্র করতে চাই যা আমাকে মনে করবে যে আমি এটি আগে করিনি৷ স্ত্রীর মতো চলচ্চিত্রগুলি বিশেষ করে স্মরণীয় হয়ে থাকে আমার জন্য। আমি এমন ছবির অংশ হতে চাই যা প্রতিধ্বনিত হয় এবং মানুষের জীবনে একটি স্থায়ী ছাপ ফেলে।”

‘স্ত্রী ২’ চলচ্চিত্রটি ২০১৮ সালের ‘স্ত্রী’ (Stree 2) সিনেমার সিকোয়েল। দুটি ছবিই পরিচালনা করছেন অমর কৌশিক। এই ছবির গল্প লিখেছেন নীরেন ভট্ট, যিনি ‘স্ত্রী’ এর কাহিনীর দায়িত্বেও ছিলেন। এই ছবির সহ প্রযোজনা করছেন দীনেশ ভিজান এবং জিও ষ্টুডিও। ২০১৮ সালে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল স্ত্রী। ১০০ কোটি টাকার ওপর ব্যবসা করেছিল ছবিটি।