EPL: পয়সা উসুল ম্যাচ, জয় পেল ৩ বড় ক্লাব

শুরু হয়ে গেল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)। প্রথম দিনেই জয় পেল ইংল্যান্ডের তিন বড় ক্লাব। আক্রমণ প্রতি আক্রমণে উপভোগ্য হয়ে রইল ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহ্যাম ম্যাচ।…

EPL

শুরু হয়ে গেল এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)। প্রথম দিনেই জয় পেল ইংল্যান্ডের তিন বড় ক্লাব। আক্রমণ প্রতি আক্রমণে উপভোগ্য হয়ে রইল ম্যানচেস্টার ইউনাইটেড-ফুলহ্যাম ম্যাচ।

Arsenal vs Wolves

‘বাইরে আয়, দেখে নেব…’, শোয়েবকে যখন শাসিয়েছিলেন সৌরভ! জানুন বিস্তারিত

   

প্রত্যাশা মতো জয় দিয়ে মরসুম শুরু করেছে আর্সেনাল। ঘরের মাঠে উলভসের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে গানাররা। ম্যাচের ২৫ মিনিটে কাই হ্যাভর্ৎজের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। বিরতির পর বুকায়ো সাকার গোল। পরপর দুই মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জয়ের খুব কাছে চলে গিয়েছিল আর্সেনাল। এবারেও খেতাব জয়ের জন্য ঝাঁপাচ্ছে মিকেল আর্তেতার দল।

Liverpool vs Ipswich

ডার্বিতে জোড়া ফ্রি-কিক, ইস্টবেঙ্গলের নয়নের মণি! আজ কোথায় ডো ডং?

আর্সেনালের মতো লিভারপুলও তাদের প্রথম ম্যাচ শুরু করেছে জয় দিয়ে। ইপসুইচের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। পোর্টম্যান রোড স্টেডিয়ামে কাউন্টার এট্যাক নির্ভর স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল ইপসুইচ। বিরতির আগে পর্যন্ত আয়োজকরা অক্ষত রেখেছিল নিজেদের গোল দুর্গ। বিরতির পর লিভারপুলের জোড়া গোল। দিয়েগো জোতা গোল দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে লিভারপুলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মহম্মদ সালাহ।

Man United vs Fulham

‘ওরা আমাকে সোনার পদক দেয়নি…’ দেশে ফিরেই বিস্ফোরক ভিনেশ

ওল্ড ট্রাফোর্ডে উপভোগ্য ম্যাচ। দুই দলই গোল করার জন্য শুরু থেকে ঝাঁপিয়েছিল। ম্যাচের প্রথম কোয়ার্টারে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর চাপ বাড়িয়েছিল ফুলহ্যাম। আন্দ্রে ওনানা সেভ করে রক্ষা করেন দলকে। উল্টো ইউনাইটেডের আক্রমণ রুখে দিয়েছিল ফুলহ্যামের ডিফেন্স। আক্রমণ প্রতি আক্রমণে এগিয়ে চলেছিল খেলা। দুই দলে গতিকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। ৮৭ মিনিটে জোসুয়া জিৱকজের গোল থেকে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড।