আশঙ্কাই যেন সত্যিই হল, অবশেষে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপের রূপ নিল। আর জেড়ে কলকাতা সহ সমগ্র বাংলাজুড়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি (IMD)।
আজ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবহাওয়ার নিয়ে বড় পূর্বাভাস দিলেন আইএমডির বিজ্ঞানী সোমা সেন। আর তিনি যা বললেন তা শুনে যে কারোরই মুখে মাঝি ঢুকে যেতে পাড়ে। তিনি বলেন, “বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল এটি উত্তর-পশ্চিম দিকে সরে যাবে, তারপর বাংলা ও ঝাড়খণ্ডে বৃষ্টি হবে।”
আইএমডি বিজ্ঞানী জানান, ‘আগামীকাল রবিবার ছুটির দিন বাংলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরশু থেকে সমতলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ থেকে দিল্লিতে বৃষ্টি কমবে। আজ এবং আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরশুও বৃষ্টি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পর আবার হালকা বৃষ্টি শুরু হবে।’
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, গভীর নিম্নচাপের জেরে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। আগামী ৪-৫ দিনে ব্যাপক বৃষ্টি হবে বলে খবর। মূলত দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপরে সৃষ্ট নিম্নচাপের ফলে সপ্তাহের শুরুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এরইসঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তাল থাকবে সমুদ্র।
আজ শনিবার পূবালী বায়ুর সৌজন্যে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আগামীকাল সন্ধ্যা থেকে পরিস্থিতি ক্রমশই বদলাতে শুরু করবে বলে খবর।
#WATCH | Delhi: Giving weather forecast, IMD scientist Soma Sen says, “A low-pressure area has formed in the Bay of Bengal. Due to this, there is a possibility of heavy rain in Mizoram and Tripura. Tomorrow it will move towards the northwest, then there will be rain in Bengal and… pic.twitter.com/rxl1RznKcv
— ANI (@ANI) August 17, 2024