ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে দীপক টাংরি?

কলকাতা: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হতে চলা ডুরান্ড ডার্বিতে (Durand Derby) শুরু থেকে মাঠে নামতে পারেন দীপক টাংরি। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) অনুশীলনের কয়েক ঝলক…

deepak tangri

কলকাতা: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হতে চলা ডুরান্ড ডার্বিতে (Durand Derby) শুরু থেকে মাঠে নামতে পারেন দীপক টাংরি। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) অনুশীলনের কয়েক ঝলক দেখার পর এমনটাই মনে করা হচ্ছে। একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে দীপক টাংরিকে (Deepak Tangri) খেলিয়ে দিতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মলিনা।

Mohun Bagan SG: জেসনকে সামনে রেখেই দল সাজাতে পারেন মলিনা

   

ইস্টবেঙ্গল এফসির আক্রমণভাগ এবার বেশ ধারাল। ডেভিড গোলের মধ্যে রয়েছেন। ক্লেইটন সিলভাকে মাঠে নামানো শুরু করেছেন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত। গোল পেলেও দিমিত্রি দিয়ামান্তিকসের চোট নিয়ে জল্পনা রয়েছে। এএফসি কাপের ম্যাচে তাঁকে মাঠের বাইরে রেখেছিলেন কুয়াদ্রত।

আলটিন আসিয়ারের ম্যাচের সময় দিয়ামান্তিকসের চোট খুব একটা গুরুতর নয় বলে শোনা গিয়েছিল। তাহলে তাঁকে কেন ম্যাচে নামাননি লাল হলুদ কোচ? এর উত্তরে ফুটবল মহলের একাংশের ধারণা। ডুরান্ড ডার্বির কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাননি কার্লেস। ইটা স্পষ্ট যে ডুরান্ড কাপ নিয়ে ইস্টবেঙ্গল এফসি বেশ সিরিয়াস।

Mohun Bagan SG: ডার্বিতে অনিশ্চিত জেমি ম্যাকলারেন

পরপর দুই ম্যাচে জেতার পর মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল। লাল হলুদের আক্রমণভাগের বিরুদ্ধে মোহনবাগানের ডিফেন্স লাইনআপ খেলে সে দিনে চোখ থাকবে ফুটবল প্রেমীদের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাগানের সেন্ট্রাল ব্যাক কম্বিনেশন কেমন হতে পারে সে ব্যাপারেও কৌতূহল রয়েছে। দুই বিদেশি ফুটবলারকে শুরু থেকে খেলিয়ে দিতে পারেন হোসে মলিনা। আবার একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে দীপক টাংরি বা অন্য কোনও ভারতীয় ডিফেন্ডারকেও খেলার কথা ভাবতে পারেন বাগান প্রশিক্ষক।