Mohun Bagan SG: জেসনকে সামনে রেখেই দল সাজাতে পারেন মলিনা

কলকাতা: ডুরান্ড (Durand Cup) ডার্বির জন্য তৈরি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। চলতি ডুরান্ড কাপের গ্ৰুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। পরপর দু’টি ম্যাচ জিতে…

Jason Cummings Mohun Bagan

কলকাতা: ডুরান্ড (Durand Cup) ডার্বির জন্য তৈরি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। চলতি ডুরান্ড কাপের গ্ৰুপ শীর্ষে রয়েছে মোহনবাগান। পরপর দু’টি ম্যাচ জিতে শীর্ষে সবুজ মেরুন ব্রিগেড। ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) বিরুদ্ধে রবিবারের ম্যাচ ড্র করলেই পরের পর্বে চলে যাবে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে লাল হলুদ দলকে হারিয়েই ডুরান্ড কাপ ২০২৪-এর পরের রাউন্ডে যেতে মরিয়া থাকবে হোসি মলিনার প্রশিক্ষণাধীন দল।

Mohun Bagan SG: ডার্বিতে অনিশ্চিত জেমি ম্যাকলারেন

   

আঠারো তারিখের ডার্বিতে মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে সে ব্যাপরে রয়েছে কৌতূহল। গত মরসুমের মতো এবারের মরসুমেও সবুজ মেরুন শিবিরে তারকার ছড়াছড়ি। সেই সঙ্গে রয়েছে ফিটনেসজনিত সমস্যা। মলিনার কোচিংয়ে ডুরান্ড কাপে সবে দুটো ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। টিম সেট হতে আরও কয়েকটা ম্যাচ দরকার। এরই মধ্যে মহারণ।

মোহনবাগানের আক্রমণভাগে রয়েছেন একাধিক তারকা বিদেশি ফুটবলার। জেসন কামিন্স (Jason Cummings), দিমিত্রি পেত্ৰাতস গত আগেই স্কোয়াডে ছিলেন। তাঁদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেন। জেমির খেলার সম্ভাবনা কম। জেসনকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে মাঠে দেখার সম্ভাবনা প্রবল। ডুরান্ড কাপে ইতিমধ্যে গোল পেয়েছেন জেসন কামিন্স। তাঁকেই আপ-ফ্রন্টে রেখে দল সাজাতে পারেন হোসে মলিনা।

পেত্রাতোসই বাগানের প্রাণভ্রমরা? মেরিনার্সদের মণিকোঠায় রাজত্ব দিমি’র

জেসনের একটু নিচ থেকে শুরু করতে পারেন গ্রেগ স্টুয়ার্ট কিংবা দিমি পেত্ৰাতস। কামিন্সের মতো গ্রেগ স্টুয়ার্টও ডুরান্ড কাপে গোল পেয়েছেন। চলতি মরসুমে দিমি এখনও মাঠে নামেননি। রবিবারের ডুরান্ড ডার্বি থেকে নতুন নতুন মরসুমের পথ চলা শুরু করতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের দিমি পেত্ৰাতস।