জম্মু-কাশ্মীর, হরিয়ানায় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কিন্তু, ঘোষণা হল না মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের তারিখ! মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের দাবি, পরে মারাঠা রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষমা করা হবে। কিন্তু, কেন এক যাত্রীয় পৃথক ফল? সেই কারণও জানিয়েছে নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টির জেরে আপাতত মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। এছাড়াও রয়েছে বড় বড় উৎসব। ফলে এখনই ভোট হবে না মহারাষ্ট্রে। পাশাপাশি, নিরাপত্তার ব্যবস্থা নিয়ে সমস্যার কথাও তুলে ধরেছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজীব কুমারের কথায়, ‘পাঁচ বছর আগে মহারাষ্ট্র ও হরিয়ানায় একসঙ্গে ভোট হয়েছিল। সেইসময় জম্মু-কাশ্মীরে ভোট হয়নি। এবার চলতি বছরের বাকি এই কয়েকমাসে ৪ রাজ্যে ভোট হবে। তারপরই আরও একটি রাজ্যে ভোট রয়েছে।’
২০১৯ সালের অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই প্রেক্ষিতে ২৮৮ আসনের মহারাষ্ট্রে এবছরের অক্টোবরে ভোট হওয়ার কথা।
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ‘ইন্ডিয়া’র প্রার্থীকে সমর্থনর আশ্বাস উদ্ধবের
চলতি হরিয়ানা, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে চলতি বছরে ভোট হবে। ২০২৫ সালের শুরুতেই ভোট হওয়ার কথা দিল্লিতে। রাজীব কুমার বলেন, ‘ভোটের জন্য নিরাপত্তা বাহিনীর প্রয়োজনের কথা মাথায় রেখে একসঙ্গে দু’রাজ্যে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
প্রশিক্ষণ ছাড়াই আইপিএস হয়ে তাক লাগালেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
তবে, নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখর হয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। তাঁর প্রশ্ন, একসঙ্গে একাধিক রাজ্যে নির্বাচন করার ক্ষমতা কমিশনের রয়েছে কি? বৃষ্টির প্রসঙ্গে তুলে কমিশনকে কটাক্ষ করে আদিত্য বলেছেন, ‘শুধুমাত্র মহারাষ্ট্রে বর্ষাকাল রয়েছে। নির্বাচন কমিশনের মতে, আর কোনও রাজ্যে বর্ষাকাল নেই।’