Arjun Singh: ভাটপাড়ায় পরপর গুলি, অর্জুন সিং-এর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি

পুরভোটের আবহে আবারও রণক্ষেত্র চেহারা নিল ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল-বিজেপির (TMC BJP) মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। চলল গুলি। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং…

Arjun Singh: ভাটপাড়ায় পরপর গুলি, অর্জুন সিং-এর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি

পুরভোটের আবহে আবারও রণক্ষেত্র চেহারা নিল ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল-বিজেপির (TMC BJP) মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। চলল গুলি।

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)-এর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় তৃণমূল কর্মীদেরবলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। নেতাজীর (Netaji Subhash Chandra Bose) মূর্তিতে মাল্যদান করার সময়ে শুরু হয় অশান্তি বলে অভিযোগ।

সূত্র মারফত খবর, এদিন ভাটপাড়ার মানিকপীর বাজারে ব্যারাকপুরে (Barrackpore) সংসদ অর্জুন সিং এবং ভাটপাড়া পৌর প্রশাসক গোপাল রাউত সঙ্গে হাতাহাতি চলে তৃণমূল কর্মীদের। এমনকি ৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। সেইসঙ্গে ছোঁড়া হয়েছে কাঁদানো গ্যাস। 

জানা গিয়েছে, নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেই অনুষ্ঠানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে যান ভাটপাড়ার তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। অভিযোগ, সেই সময়ই কিছু তৃণমূল কর্মী তাঁদের বাধা দেন। বোমাবাজিও শুরু হয়।

Advertisements

এমনকি অর্জুন সিংকে ঘিরে ইট বৃষ্টির অভিযোগও ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি সাংসদকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এই নিয়ে সংঘর্ষ বাঁধে দু পক্ষের মধ্যে। চোখের নিমেষে রণক্ষেত্র চেহারা নেয় এলাকা।

তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে বিজেপি সাংসদ অর্জুন সিং অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে এসে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন। এদিকে অর্জুন সিং-এর পাল্টা দাবি, তৃণমূলের মদতে এলাকায় অশান্তি হচ্ছে।