ডাঃ সন্দীপ ঘোষকে কেন আগেই জেরা নয়? পুলিশ কমিশনার বললেন…

আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। ঘটনা নিয়ে বাড়াবাড়ি হতেই ইস্তফা দেন সন্দীপবাবু। যদিও ইস্তফার মাত্র ঘন্টা ছয়েকের…

Questions CBI Asked Kolkata Hospital Ex-Head Dr Sandip Ghosh About lady Doctors Rape-Murder

আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। ঘটনা নিয়ে বাড়াবাড়ি হতেই ইস্তফা দেন সন্দীপবাবু। যদিও ইস্তফার মাত্র ঘন্টা ছয়েকের মধ্যেই ফের অন্য সরকারি হাসপাতালেরক সুপার পদে নিয়োগ করা হয় তাঁকে। এরপরই সন্দীপের প্রভাবশালী যোগ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। অভিযোগ থাকলেও আগেই কেন পুলিশ কেন আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে জেরা করা হল না। শুক্রবার হাইকোর্টেও এই প্রশ্ন উঠেছে। যা নিয়ে এ দিন মুখ খুলেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

কী বলেছেন কলকাতার পুলিশ কমিশনার?

   

লালবাজারে সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর তদন্তের বিষয়টিই অগ্রাধিকার ছিল। যেখানে অপরাধ ঘটেছে, পুলিশ সেই ক্রাইম সিন প্রথমে সংরক্ষণ করেছে, সেখানে ভিডিওগ্রাফি করা হয়েছে। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে, তারও ভিডিওগ্রাফি হয়েছে। তা ছাড়া পরিস্থিতিগত কিছু প্রমাণও মিলেছে।’

বিনীত গোয়েলের সংযোজন, ‘ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি টিম তৈরি করে দেওয়া হয়। ময়নাতদন্তেরও ভিডিওগ্রাফি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত একজনকে গ্রেফতারও করা হয়। এই অগ্রাধিকারের কারণেই সন্দীপ ঘোষকে প্রথমেই জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। কারণ, অপরাধীকে খুঁজে বের করাকেই প্রাথমিক কর্তব্য বলে মনে করা হয়েছিল।’

‘আমাদের ব্যর্থতা’, আরজি করে ভাংচুরের ঘটনায় স্বীকার পুলিশ কমিশনারের

এ দিন সাংবাদিক বৈঠকে দু’টি ভিডিও দেখানো হয়। বিনীত গোয়েল বলেন, ‘তদন্তের দায়িত্ব এখন সিবিআইকে দেওয়া হয়েছে। সিবিআই চাইলে সব ভিডিও দেখতে পারে। তদন্তের কোথাও কোনও খামতি রাখা হয়নি। তথ্য প্রমাণ ধ্বংস করা বা কাউকে আড়াল করা কিংবা ধামাচাপা দেওয়ার চেষ্টার প্রশ্নই ওঠে না। বরং সিবিআই কোনও কিছু নিয়ে প্রশ্ন করলে কলকাতা পুলিশ সবরকম ভাবে সাহায্যে প্রস্তুত।’

হাসপাতালে ডাঃ সন্দীপ ঘোষের একদা সহকর্মী অভিযোগ করেছেন, আরজি করে যাবতীয় খারাপ কাজের নাটের গুরু ছিলেন সন্দীপ ঘোষ। তিনি নাকি আবার বাউন্সার নিয়ে ঘুরতেন।

আরজি কর কাণ্ডে গত মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পর শুক্রবার বিকেলে সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তাদের দফতরে নিয়ে যায়। এর আগে এ দিন সকালে পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদনও জানিয়েছেন তিনি।