ভারতের দরজায় হাজির এমপক্স, বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা জারি হু’র

ভয়াবহ মাঙ্কি পক্সের বর্তমান ভ্যারিয়েন্টে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। করোনাভাইরাস মহামারির পর এবার আরও এক উদ্বেগ এমপক্স। এই পরিস্থিতিতে ‘বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা’ জারি করেছে…

WHO decleared Health Emergency amid Monkey pox

ভয়াবহ মাঙ্কি পক্সের বর্তমান ভ্যারিয়েন্টে বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। করোনাভাইরাস মহামারির পর এবার আরও এক উদ্বেগ এমপক্স। এই পরিস্থিতিতে ‘বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ (WHO)। 

আফ্রিকা, ইউরোপ ছাড়িয়ে এবার দক্ষিণ এশিয়াতে ঢুকল এমপক্স। পাকিস্তানে এমপক্স আক্রান্তের সংখ্যা বাড়ছে।শুক্রবার পর্যন্ত ৩ জন এমপক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্ত প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

   

২০২৭ সালেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি আইএমএফের

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানে ৩ জন ব্যক্তিকে এমপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। জানা গেছে, তারা ইউনাইটেড আরব এমিরেটস বিমানের যাত্রী ছিলেন। এমপক্সের লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পরই হাসপাতালে যান। এ সময় জানা যায়, তারা এমপক্সে আক্রান্ত।

প্রশিক্ষণ ছাড়াই আইপিএস হয়ে তাক লাগালেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

‘হু’ জানিয়েছে, সম্প্রতি আফ্রিকার ১৩টি দেশে এমপক্স ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আফ্রিকার বাইরে ইউরোপের সুইডেনেও ঢুকেছে এই ভাইরাস। এমপক্স প্রথমে ফ্লু’র মতো দেখা দেয়। তারপর ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে। এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাসপ্রশ্বাস থেকেও অন্য কেউ সংক্রমিত হতে পারেন। 

ভাঙচুরকাণ্ডে আর জি করের প্রিন্সিপালকে রাতেই সিজিওতে নিয়ে গেল ‘অসন্তুষ্ট’ সিবিআই!

 ‘হু’ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে কঙ্গোতে ১৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হন। এরমধ্যে প্রায় ৫০০ জন মারা গেছে। ২০২২ সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি।