২০২৭ সালেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি আইএমএফের

আর মাত্র তিনটে বছর, ২০২৭ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত (Indian Economy)। সম্প্রতি এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফের…

short-samachar

আর মাত্র তিনটে বছর, ২০২৭ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত (Indian Economy)। সম্প্রতি এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফের (IMF) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপিনাথ (Gita Gopinath)। একটি সাক্ষাত্কারে তিনি বলেন, ” প্রত্যাশার তুলনায় ভারতের আর্থিক বৃদ্ধির হার যথেষ্ট ভাল। গত অর্থবর্ষে একাধিক চ্যালেঞ্জ থাকা সত্বেও দেশের আর্থিক বৃদ্ধিতে খুব বড় প্রভাব ফেলেনি। তবে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ ও চাহিদা বৃদ্ধি আগের থেকে বেড়েছে।”

   

মোদীর নিরাপত্তায় আছেন হাসিনা, বাংলাদেশ চাইবে মোস্ট ওয়ান্টেড ‘গণহত্যাকারী’কে

মূলত খাদ্যপণ্য ও ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিস ও মোটরবাইকের চাহিদা বাড়ায় ভারতের আর্থিক অবস্থা গত মরশুমেই অনেকটা অনুকূল পরিস্থিতিতে এসেছে। তার ভিত্তিতেই ২০২৪-২৫ চলতি অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৭ শতাংশ দেখিয়েছে আইএমএফ। এর আগে চলতি অর্থবর্ষে ৬.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্র। তারপর আইএমএফের এই নতুন পূর্বাভাস কিছু্টা হলেও মোদী সরকারের স্বস্তি বাড়াল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

আইএমএফের ডেপুটি এমডি গীতা (Gita Gopinath) বলেন, “গত আর্থিক বছরে ৪ শতাংশের মধ্যে চাহিদা বৃদ্ধির হার ছিল। কিন্তু চলতি আর্থিক বর্ষে মোটর বাইকে বিক্রয় সহ একাধিক পণ্যে চাহিদা বাড়ছে। পাশাপাশি কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ ও চাহিদা বাড়ায় আর্থিক বৃদ্ধির সম্ভাবনা প্রবল হয়েছে।”

ভাঙচুরকাণ্ডে আর জি করের প্রিন্সিপালকে রাতেই সিজিওতে নিয়ে গেল ‘অসন্তুষ্ট’ সিবিআই!

ভারত ২০২৯ সালের মধ্যে আমেরিকা ও চিনের পর তৃতীয় অর্থনীতি হয়ে উঠবে এবং ২০২৭ সালের মধ্যে জাপান ও জার্মানিকে পিছনে ফেলে দেবে। এই নিয়ে এর আগে একাধিক রিপোর্ট বেরিয়েছিল।

স্বাধীনতা দিবসে ‘বিশেষ ভিডিও’ রোহিতের, কী বার্তা দিলেন ভারত অধিনায়ক?

তবে ২০২৭ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে, আইএমএফের নয়া দাবিতে নতুন করে শোরগোল ফেলেছে। তবে ভারত তৃতীয় হয়ে উঠলে সামনে থাকবে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি চিন ও আমেরিকা। ফলে আগামী ২০২৯ সালের মধ্যেই ভারত,চিন ও জাপান এশিয়া থেকেই এই তিন বৃহত্ অর্থনীতির দেশ হয়ে উঠবে। ফলে বিশ্বের আর্থ-রাজনৈতিক ভারসাম্য পশ্চিমীদের হাত থেকে আগামী দশকে এশিয়ার দিকে ঝুঁকে যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।