তৃণমূলকে চাপে ফেলতে BJP-র টানা ২ ঘণ্টার কর্মসূচি, তুমুল ঝামেলার আশঙ্কা

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন এবং দুষ্কৃতী তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে সমগ্র বাংলা। সর্বোপরি আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজে হামলার…

two bjp leaders left party and joined tmc from nandigram of east mednipur district

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন এবং দুষ্কৃতী তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে সমগ্র বাংলা। সর্বোপরি আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজে হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে SUCI । অন্যদিকে আজ শুক্রবার আবার বিক্ষোভ শুরু করবে বিজেপি (BJP)-ও।

মূলত শাসক দলকে চাপে ফেলতে আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরাট মিছিল করতে চলেছে রাজ্য গেরুয়া শিবির। আজ জায়গায় জায়গায় রাজনৈতিক দলগুলির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আজ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অবরোধের ডাক দিয়েছে গেরুয়া শিবির।

   

এদিন দুপুর ২টোয় শহরের বিভিন্ন জায়গায় রাস্তা রোকো-র ডাক দিয়েছে বিজেপি দল। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি-র মহিলা মোর্চা। অন্যদিকে এই আন্দোলন প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশেষ বার্তা দিয়েছেন। তিনি ‘সবাই পাশে থাকুন, বাংলাকে স্তব্ধ করে দিন..’-এর ডাক দিয়েছেন।

বিচারের দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভের সময় মধ্যরাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার ও তিনজনকে আটক করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার ১৫ আগস্ট মধ্যরাতের পরেই অজ্ঞাত দুষ্কৃতীরা জোর করে হাসপাতাল চত্বরে ঢুকে হাসপাতালের একাংশ ভাঙচুর করে।

কলকাতা পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারী ছদ্মবেশে অন্তত ৪০ জনের একটি দল হাসপাতাল চত্বরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে এবং সম্পত্তি ভাঙচুর করে। জরুরি বিভাগ, নার্সিং স্টেশন ও ওষুধের দোকানে হামলা চালায় তারা।

এর পাশাপাশি আজ সকাল থেকেই জেলায় জেলায় এসইউসির ধর্মঘট কর্মসূচি চলছে। যদিও রাস্তায় বাস পরিসেবা থেকে শুরু করে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। হাওড়া থেকে শুরু করে শিয়ালদহ ডিভিশনের সব ট্রেনই স্বাভাবিক সময়ে চলছে।