স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ আজ ১৬ আগস্ট দেশজুড়ে জারি হয়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আজ আবার সপ্তাহান্ত। ফলে দেশে জ্বালানির দাম বাড়ল না কমল তা জানার জন্য সকলেই রীতিমতো মুখিয়ে রয়েছেন।
আজ শুক্রবার আপনিও কি আপনার গাড়ির ট্যাঙ্ক ফুল করার কথা ভাবছেন? তাহলে জেনে নিন তেলের রেট। বিশেষ করে আপনিও যদি কলকাতা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে চোখ রাখুন এই লেখাটির ওপর। প্রতিদিনের মতো আজ অর্থাৎ ১৬ অগাস্ট পেট্রোল ও ডিজেলের দামও প্রকাশ করা হয়েছে। তবে আজও জাতীয় স্তরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। প্রতিদিন সকাল ৬টায়, ভারতীয় তেল সংস্থাগুলি অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দামের উপর ভিত্তি করে জ্বালানির দাম নির্ধারণ করে।
দিল্লি, মুম্বই, কলকাতা, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্য ও শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত? জেনে নিন বিশদে। আগে জেনে নিন শহরে পেট্রোল কত। জানা গিয়েছে, আজ দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা। এছাড়া চেন্নাই পেট্রোলের দাম ১০০.৭৫ এবং বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০২.৮৪ টাকা।
এবার আসা যাক ডিজেলের দাম প্রসঙ্গে। আজ রাজধানী দিল্লিতে ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। মুম্বইতে ডিজেলের দাম ৯২.১৫ টাকা। চেন্নাইতে ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। কলকাতায় ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। বেঙ্গালুরুতে ডিজেলের দাম ৮৮.৯৫ টাকা। আজ মথুরায় পেট্রোলের দাম ৯৪.০৮ টাকা এবং ডিজেলের দাম ৮৭.২৫ টাকা। অন্যদিকে মিরাট পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৯৪.৩৪ ও ৮৭.৩৮ টাকা। এর পাশাপাশি আজ গাজিয়াবাদে পেট্রোলের দাম ৯৪.৬৫ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৭৫ টাকা। গোরক্ষপুরে পেট্রোলের দাম ৯৪.৯৭ টাকা এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৮.১৩ টাকা।