যেন দুর্ঘটনার গেরো লেগেছে! বিকানের এক্সপ্রেসের (Bikaner Express) সেই ইঞ্জিন ফের লাইনচ্যুত হয়েছে। এবার শিলিগুড়ি জংশন স্টেশনের কিছু দূরে এমন হলো। ইঞ্জিনটি সারিয়ে চালু করার উদ্যোগ নিতেই বিপত্তি।
শনিবার সন্ধের পর শিলিগুড়ি জংশন স্টেশনের অল্প দূরে লাইন থেকে পড়তেই রেলকর্মীরা শঙ্কিত হয়ে পড়েন। দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে তাঁরা ইঞ্জিনটির চাকা পরীক্ষা করেন। ইঞ্জিনটি সারিয়ে নতুন করে চালুর চেষ্টা চলছে।
গত ১৪ জানুয়ারি গুয়াহাটি যাওয়ার বিকানের এক্সপ্রেস জলপাইগুড়ির ময়নাগুড়ি দোমোহনির কাছে লাইলচ্যুত হয়েছিল। সেই দুর্ঘটনায় ৯ যাত্রীর মৃত্যু হয়। জখম হন আরও অনেকে।
বিকানের এক্সপ্রেস দুর্ঘটনাস্থলে এসে রেলমন্ত্রী জানিয়েছিলেন সবদিক খতিয়ে দেখা হবে। রেলের প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা বলা হলেও দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা আছে। ময়নাগুড়ির সেই দুর্ঘটনার পর বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটি সারিয়ে শিলিগুড়ি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
ইঞ্জিনটি শনিবার শিলিগুড়ি জংশন অভিমুখে যাত্রা করে। এরপর ফের লাইনচ্যুত হবার ঘটনা ঘটল।