আরজি কর কাণ্ডে সরব যশপ্রীত বুমরা, কী বললেন?

বর্তমানে আরজি কর হাসপাতালের (RG Kar Rape-Murder Case) ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। হাসপাতালে ঢুকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এক তরুনী চিকিৎসককে। যা…

RG Kar Rape-Murder Case

বর্তমানে আরজি কর হাসপাতালের (RG Kar Rape-Murder Case) ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। হাসপাতালে ঢুকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এক তরুনী চিকিৎসককে। যা নিয়ে নিন্দায় সরব হয়েছেন আপামর দেশবাসী। এ ই পরিস্থিতিতে নিজেকে থামিয়ে রাখতে পারেননি ভারতীয় ক্রিকেট তারকা যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল সাইটে আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে লেখা ‘মহিলাদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকলেই ভালো পরিবেশের দাবিদার।’ এছাড়াও তাঁর আগে এই অভিনেত্রী লিখেছিলেন ‘ আরও একটা ধর্ষন। বুঝলাম মহিলারা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কান্ড সকলকে চমকে দিয়েছিল। এবারও একই ঘটনা। সত্যি কিছুই বদলায়নি।’

   

বলতে গেলে এই ঘটনার তীব্র প্রতিবাদ উঠে এসেছে সমাজের বিভিন্ন মহল থেকে। পাশাপাশি আগামী শনিবার গোটা দেশ জুড়ে প্রায় বারো ঘন্টা কর্ম বিরতির ডাক দিয়েছে ন্যাশনাল আইএমএ-এর। এছাড়াও সেদিন অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।