আরজি কর-কাণ্ডে মুখ খোলাই হল কাল! সরানো হল শান্তনু সেনকে

আরজি কর নিয়ে মন্তব্য করাই যেন কাল হল তৃণমূলের শান্তনু সেনের (Santunu Sen)। এবার তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানো হল এই প্রাক্তন সাংসদকে।   এই বিষয়ে…

আরজি কর নিয়ে মন্তব্য করাই যেন কাল হল তৃণমূলের শান্তনু সেনের (Santunu Sen)। এবার তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরানো হল এই প্রাক্তন সাংসদকে।  

এই বিষয়ে তৃণমূলের জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আরজি কর নিয়ে তাঁর মন্তব্য ব্যক্তিগত, দলের নয়।’ এদিকে আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন শান্তনু সেন। তিনি জানালেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেননি সন্দীপ ঘোষ। কোনও চিকিৎসকের সঙ্গে দেখা করতেন না।’

   

গতকাল বেহালায় এক অনুষ্ঠান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আরজি করকাণ্ডের চক্রান্তে যাঁরা ছিল তাঁদের রেয়াত করিনি’। শান্তনু সেনকে সরানো প্রসঙ্গে বড় দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি জানান, ‘দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে।’  

এখন নিশ্চয়ই ভাবছেন যে শান্তনু সেন কী বলেছিলেন? প্রাক্তন সাংসদ বলেন, ‘‌আমি আরজি কর হাসপাতালের প্রাক্তনী। আমার মেয়ে সেখানে পড়ে। আরজি কর হাসপাতালে মেডিক্যাল এডুকেশন গত কয়েক বছরে রসাতলে গিয়েছে। কয়েকজনকে খুশি করতে পারলে প্রশ্ন জানা যায়। উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, টোকাটুকি করা যায়।’‌