বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন না করলে… বিস্ফোরক মন্তব্য জয় শাহের!

বাংলাদেশে (Bangladesh) সংরক্ষণের দাবিতে চলমান বিক্ষোভের প্রভাব ক্রিকেটেও পড়তে শুরু করেছে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে হতে চলা মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World…

Jay Shah Re-elected as President of Asian Cricket Council for the Third Term

বাংলাদেশে (Bangladesh) সংরক্ষণের দাবিতে চলমান বিক্ষোভের প্রভাব ক্রিকেটেও পড়তে শুরু করেছে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে হতে চলা মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s T20 World Cup) আয়োজন নিয়ে চরম সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে বড় মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।

৫ মেডেন, ৫ উইকেট! একাই খেলা ঘোরালেন চাহাল

   

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক পরিবর্তন হলে ভারত আয়োজক হবে না। জয় শাহ আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপ আয়োজনের জন্য বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। জয় শাহ বলেছেন, ‘আইসিসি জিজ্ঞাসা করেছিল আমরা বিশ্বকাপ আয়োজন করব কিনা? আমি সরাসরি প্রত্যাখ্যান করেছি।’

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য বিকল্প বিবেচনা করছে আইসিসি। ভারত এই মেজর টুর্নামেন্ট আয়োজন করতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন জয় শাহ। তিনি বলেছেন, ‘আমাদের দেশে এখন বর্ষাকাল। তার উপরে আগামী বছর আমরা উইমেন্স ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। আমরা ধারাবাহিকভাবে বিশ্বকাপ আয়োজন করতে চাই এমন কোনো ইঙ্গিত দিতে চাই না।’

বোলারদের ঘুম উড়িয়ে ট্রফি জয়ের সামনে রাহানে

এখন এশিয়ায় আইসিসির হাতে মাত্র দু’টি বিকল্প রয়েছে। শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) এই টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার শুরু থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিসিআইয়ের মধ্যে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন জয় শাহ। সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশের।