ধ্বংসের মুখে বাবর সাম্রাজ্য, রোহিত ধামাকায় মজে ক্রিকেট বিশ্ব

একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma ODI Ranking)। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের…

Rohit Sharma

short-samachar

একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma ODI Ranking)। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গেও তাঁর ব্যবধান অনেকটাই কমে গিয়েছে। প্রসঙ্গত, এই তালিকায় এখনও শীর্ষস্থানে রাজত্ব করছেন বাবর। এই দুই ব্যাটারের মধ্যে মাত্র ৫৯ পয়েন্টের পার্থক্য রয়েছে। প্রসঙ্গত, বাবরের ঝুলিতে আপাতত ৮২৪ পয়েন্ট রয়েছে। অন্যদিকে, শুভমান গিল একধাপ নেমে তৃতীয় স্থানে চলে এসেছে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।

   

সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন রোহিত শর্মা। যদিও এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ০-২ ব্যবধানে হেরে গিয়েছে। ভারতের ৩৭ বছর বয়সি এই ব্যাটার তিন ম্য়াচে মোট ১৫৭ রান করেছেন। ব্যাটিং গড় ৫২.৩৩ এবং স্ট্রাইক রেট ১৪১.৪৪। এরমধ্যে দুটো হাফসেঞ্চুরি রয়েছে। এই সিরিজে তিনি সর্বাধিক ৬৪ রান করেছেন।

তবে বিরাট কোহলির জন্য এই সফরটা খুব একটা সুখকর হয়নি। তিনি তিনটে ম্যাচে মাত্র ৫৮ রান করেছেন। পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে শুভমান গিলকেও ব্যাট হাতে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্ডো ২০ ধাপ উপরে এসে ৬৮ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয় একদিনের ম্য়াচে তিনি ৯৬ রানের একটি দুর্দান্ত ইনিংস শ্রীলঙ্কা ক্রিকেট দলকে উপহার দিয়েছিলেন।

ভারতের ‘হ্যাটট্রিক’, শেষ হতে পারে অস্ট্রেলিয়া-রাজ! বড় মন্তব্য

কুলদীপ-বুমরাহের দাপট
পাশাপাশি একদিনের ক্রিকেটে বোলারদের তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতীয় রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এই লিস্টে কুলদীপের আগে রয়েছেন কেশব মহারাজ, জস হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে কুলদীপ চার উইকেট শিকার করেছেন। ইকোনমি রেট ৩.৪০।

তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আইসিসি তালিকায় তিনি আট নম্বরে রয়েছেন। অন্যদিকে, পাঁচ ধাপ নেমে ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন। তৃতীয় একদিনের ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছিলেন শ্রীলঙ্কার ডুনিথ ওয়েলালাগে। তিনি এই তালিকায় ৫৯ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন।