মেয়েদের রাত দখল: বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রোর

আরজি করের বর্বরোচিত ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। ভারতজুড়ে ছিঃ ছিঃ রব। মহিলা চিকিৎসককে পাশবিক অত্যাচার ও খুনের প্রতিবাদে হবে ‘মেয়েদের রাত দখল’ অভিযান। তিলোত্তমার…

/kolkata-metro-to-install-power-backup-in-underground-section-to-end-disruptions

short-samachar

আরজি করের বর্বরোচিত ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। ভারতজুড়ে ছিঃ ছিঃ রব। মহিলা চিকিৎসককে পাশবিক অত্যাচার ও খুনের প্রতিবাদে হবে ‘মেয়েদের রাত দখল’ অভিযান। তিলোত্তমার তিন জায়গায় রাতে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভাল সংখ্যায় ভিড়ের অনুমান করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ফলে যাত্রী পরিষেবায় বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো।

   

১৪ অগস্ট, অর্থাৎ আজ রাত ১১.৫৫ মিনিটে কলকাতা কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি চত্বর ও যাদবপুর ৮-বি বাস স্ট্যান্ডে জমায়েত হবে। এছাড়াও শহরের আরও বেশ কয়েকটা জায়গায় হবে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি। স্বাধীনতার আগের দিন রাত যত গভীর হবে, ততই ভিড় বাড়বে শহরের এইসব অঞ্চলে। ফলে যাতায়াতের জন্য সবচেয়ে ভাল মেট্রো পথ। বহু সংগঠনের তরফে এই দিনের জন্য বিশেষ পরিষেবা চালুর জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন এসেছিল। যার প্রেক্ষিতেই বাড়তি ট্রেন চালুর ঘোষণা করলেন কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র।

এক ভিডিও বার্তায় কলকাতা মেট্রোর সিপিআরও বলেছেন, ‘গত দু’তিন দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে বা ব্যক্তিগত পরিসরে অনুরোধ এসেছে, ১৪ তারিখ রাতে একটি বিশেষ জমায়েতের জন্য মেট্রো পরিষেবা চালু রাখতে। অনুরোধ বিবেচনা করে বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে। দমদম এবং কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়ে। সেই পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। রাত ১০টায় দমদম এবং কবি সুভাষ থেকে একটি করে বাড়তি মেট্রো চালানো হবে। আবার ১০টা ২০ মিনিটে বাড়তি আর একটি ট্রেন চলবে। দু’টি মেট্রোই সব স্টেশনে থামবে। এর পর রাতের শেষ মেট্রো ১০টা ৪০ মিনিটে থাকবে। বুধবার রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। নিরাপত্তাকর্মীর সংখ্যাও আমরা বৃদ্ধি করেছি।’

কলকাতা মেট্রোর তরফে, বুধবার রাত ১০টা ও ১০.২০ মিনিটে দমদম ও কবি সুভাষ থেকে ট্রেন ছাড়বে। তাতেই ‘মেয়েদের রাত দখল’ অভিযানে আসতে আগ্রহীরা সংশ্লিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন সহজেই বলে মনে করা হচ্ছে।

দমদম ও কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো সংখ্যা বাড়লেও শেষ ট্রেন ছাড়বে নির্ধারিত সময়েই। অর্থাৎ, এই দুই স্টেশন থেকেই অন্যান্য দিনের মত রাত ১০.৪০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।